Advertisement
Advertisement
Arms

ভিনরাজ্যে পাচারের ছক? সরকারি কর্মীর কাছ থেকে অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করল CID

অস্ত্রপাচারের আগে বড়সড় সাফল্য সিআইডির।

CID arrests two person in illegal arms case । Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Sayani Sen
  • Posted:November 21, 2023 3:11 pm
  • Updated:November 21, 2023 3:53 pm  

বাবুল হক, মালদহ: একজন সরকারি কর্মী। আরও একজন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। বেআইনি অস্ত্রশস্ত্র-সহ দুই ভাইকে গ্রেপ্তার করল সিআইডি। তারা ওই আগ্নেয়াস্ত্র ভিনরাজ্যে পাচারের ছক কষেছিল বলেই মনে করছেন তদন্তকারীরা।  

মঙ্গলবার ভোরের দিকে বিশেষ সূত্রে বেআইনি আগ্নেয়াস্ত্র পাচারের খবর পায় সিআইডি। সেই অনুযায়ী রাজনগর মডেল এলাকায় হানা দেন আধিকারিকরা। ওই এলাকা থেকে দুজনকে পাকড়াও করা হয়। ধৃতরা হল জুবাই আলম ও ফারুক আজম। তাদের কাছ থেকে মোট চারটি বেআইনি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: পরপর দুবার হামলা, এবার প্রাণহানি, দুষ্কৃতীদের ‘টার্গেটে’ই ছিলেন কোলাঘাটের স্বর্ণ ব্যবসায়ী]

ধৃত জুবাই আলম কালিয়াচক ২ নম্বর ব্লক অফিসের অস্থায়ী সরকারি কর্মী। অপর ধৃত ফারুক আজম, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রসায়নের স্নাতক। তারা মালদহের কালিয়াচক থানার রাজনগর মডেল এলাকার বাসিন্দা। জুবাই এবং ফারুক সম্পর্কে দুই ভাই। তদন্তকারীদের অনুমান, অস্ত্র পাচারের ছক কষেছিল তারা। এই প্রথমবার নাকি এর আগেও একাধিকবার অস্ত্র পাচার করেছিল দুজনে, তা খতিয়ে দেখা হচ্ছে। এই দুজনের সঙ্গে আর কে কে জড়িত, তা স্পষ্ট নয়। ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করে সমস্ত তথ্য সামনে আসবে বলেই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: পাটের পর প্লাস্টিক, হাওড়ার গুদামে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement