দেব গোস্বামী, বোলপুর: একদিকে পৌষমেলা আর অন্যদিকে বড়দিনের উৎসব। সবমিলিয়ে জমজমাট শান্তিনিকেতন। বুধবার সন্ধেয় আলোকসজ্জা ও গানে গানে খ্রিস্টোৎসব উদযাপিত হয় শান্তিনিকেতনে। এই প্রথমবার উপাসনা গৃহে প্রবেশের সুযোগ পান পর্যটকরা। তাই বেজায় খুশি তাঁরা।
শান্তিনিকেতনের উপাসনা গৃহে উপনিষদের মন্ত্র উচ্চারণ ও রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের উৎসব। সমবেতভাবে‘একদিন যারা মেরেছিল তারে গিয়ে’ গাওয়া হয়। আর পাঠ করা হয় কবিগুরুর লেখা। পড়ে শোনানো হয় বাইবেলের অংশবিশেষও।
উপাসনা গৃহটিকে মোমবাতি, প্রদীপ দিয়ে সাজিয়ে তোলা হয়। বুধবার সন্ধেয় আলোকসজ্জা ও গানে গানে এভাবেই উদযাপিত হয় খ্রীস্টোৎসব ৷ প্রথা অনুযায়ী ঐতিহ্যবাহী উপাসনা গৃহেই শুরু হয় খ্রিস্টোৎসব।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপাচার্য বিনয় কুমার সোরেন। ছিলেন প্রাক্তন উপাচার্য সবুজকলি সেন, সভাধিপতি কাজল শেখ- সহ পড়ুয়ারা। বহু প্রাক্তনী এবং প্রবীণ আশ্রমিকরাও খ্রিস্টোৎসবে অংশ নেন।
তবে উল্লেখযোগ্যভাবে এই বছর প্রথমবার দূরদূরান্তে পর্যটকরাও খ্রিস্টোৎসব দেখতে উপাসনা গৃহে ঢোকার সুযোগ পান। আর তা যেন এক বাড়তি পাওনা। তাই বেজায় আনন্দিত পর্যটকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.