সন্দীপ্তা ভঞ্জ: পঞ্চায়েত ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী করলেন চিরঞ্জিত চক্রবর্তী। শনিবার বারাসতের বিধায়ক তথা অভিনেতা হাজির ছিলেন উইন্ডোজ প্রযোজনা সংস্থার অফিসে। নতুন সিনেমা ঘোষণার পাশাপাশি এদিন সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর প্রশ্নে পঞ্চায়েত নির্বাচনের সরগরম রাজনীতি নিয়েও মুখ খুললেন তৃণমূলের তারকা বিধায়ক।
পঞ্চায়েত ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে কতটা মাইলেজ পেল দল? এপ্রসঙ্গে চিরঞ্জিতের উত্তর, “দারুণ মাইলেজ পেয়েছে। দুর্দান্ত সাড়া এবং অভিষেক এর দারুণ ফল পাবেন।” বারাসতের তারকা বিধায়ক এও বলেন যে, “ভবিষ্যতের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ই হবেন। মমতা হয়তো মন্ত্রিত্ব ছেড়ে দেবেন। কেন্দ্রের দিকে ফোকাস করবেন তিনি। সেটার জন্য যে প্রস্তুতি দেখা গেল, তাতে করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বিপুল জনপ্রিয়তা, তার প্রমাণ মিলল নবজোয়ারের মধ্য দিয়েই। ভবিষ্যতে সেই দায়িত্ব সামলাতে ওঁর কোনও অসুবিধে হবে না বলেই মনে করছি।” পাশাপাশি বায়রন বিশ্বাসের তৃণমূলে যোগ দেওয়া নিয়েও নৈতিকতার প্রশ্ন তুলেছেন চিরঞ্জিত।
প্রসঙ্গত, এযাবৎকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সমাবেশে জনজোয়ারের সাক্ষী থেকেছে বাংলা। তবে বর্তমানে রাজ্যের যুবসম্প্রদায়কে কাছে টানতে ক্ষমতাসীন দলের বিভিন্ন স্ট্র্যাটেজি যে রীতিমতো ‘হিট’, সেই মত অনেকেই পোষণ করছেন। অভিষেকের নেতৃত্বে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতেও তার প্রমাণ মিলেছে। সেই প্রেক্ষাপটেই তাঁর অকুণ্ঠ প্রশংসা করেছেন চিরঞ্জিত।
গত ১৫ বছর ধরে অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক পাটও সামলাচ্ছেন চিরঞ্জিত চক্রবর্তী। আগামী জুলাই মাসেই শুরু হচ্ছে তাঁর নতুন সিনেমা ‘দাবাড়ু’র শুটিং। কীভাবে দুই ভূমিকা পালন করবেন একসঙ্গে তিনি? এমন প্রশ্ন ছুঁড়তেই চিরঞ্জিতের সাফ জবাব, “আমার স্বাধীনতা আছে। মমতা আমাকে কিছু বলেন না।”
প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল শুরু হয়েছিল তৃণমূলের নবজোয়ার কর্মসূচি। নির্বাচনের প্রাক্কালে দলকে তৃণমূল স্তর থেকে আরও মজবুত করতে গত ২ মাস ধরে জেলায় জেলায় ঘুরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের নবজোয়ার যাত্রার কর্মসূচির ইতি ঘটেছে। আর সেই সঙ্গেই বেজে উঠেছে বাংলার পঞ্চায়েত ভোটের প্রচারের দুন্দুভি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.