রঞ্জন মহাপাত্র, কাঁথি: দিঘায় এসে বৈধ পরিচয়পত্র না দেখাতে পারায় পুলিশের জালে চিনা যুবক৷ সমুদ্র উপকূল থেকে ওই যুবককে গ্রেপ্তার করে দিঘা মোহনা উপকূল থানার পুলিশ৷ যদিও ধৃতের দাবি কোনও অসৎ উদ্দেশ্যে নয়, বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের টানেই দিঘায় এসেছিলেন তিনি৷ তাঁর কাছে ট্যুরিস্ট ভিসাও ছিল৷ তাঁর আরও দাবি, ব্যাগ খোয়া যাওয়ায় বৈধ প্রমাণপত্র হারিয়ে গিয়েছে৷ ধৃতের দাবি আদৌ সত্যি না মিথ্যা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷
দিঘার দু’নম্বর ঘাটে প্রথম দেখা যায় ওয়াং নামে ওই চিনা যুবককে৷ সমুদ্র দেখে নিজেকে ঠিক রাখতে পারেননি৷ পাড়েই ব্যাগ রেখে নেমে যান সমুদ্রে৷ নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে গভীর সমুদ্রে চলে যান তিনি৷ তাঁকে দেখে সন্দেহ হয় স্থানীয় এক ব্যবসায়ীর৷ নিষেধাজ্ঞা অমান্য করায় ঘটনাস্থলে পৌঁছয় সিভিক ভলান্টিয়াররা৷ এরপরই সমুদ্রের পাড়ে উঠে আসেন৷ বৈধ পরিচয়পত্র দেখতে চান সিভিক ভলান্টিয়াররা৷ ওয়াং জানান, সমুদ্রের পাড়েই ব্যাগ রেখে নেমেছিলেন৷ সমুদ্রপাড়ে খুঁজেও ব্যাগ দেখতে পাননি৷ ব্যাগটিতে ভারতীয় টাকা, আইডি, পাসপোর্ট, ভিসা সবকিছুই ছিল। ব্যাগ হারিয়ে যাওয়ায় উপযুক্ত পরিচয়পত্র দেখাতে পারেননি ওয়াং৷ এরপরই দিঘা মোহনা উপকূল থানার পুলিশ গ্রেপ্তার করে তাঁকে৷ জেরায় ওয়াং পুলিশকে জানায়, বাংলার প্রাকৃতিক সৌন্দর্য বারবারই আকৃষ্ট করে তাঁকে৷ তাই ট্যুরিস্ট ভিসা নিয়ে এখানে আসেন৷ প্রথমে শিলিগুড়িতে বেড়াতে যান ওয়াং৷ তারপরই দিঘায় আসেন৷ শুধুমাত্র বেড়াতেই দিঘায় এসেছেন বলেই দাবি তাঁর৷ অন্য কোনও অসৎ উদ্দেশ্যে দিঘায় আসেননি বলেই দাবি ওয়াংয়ের৷
তাঁর কাছে আদৌ বৈধ কাগজপত্র ছিল কিনা, তা খতিয়ে দেখা যাচ্ছে৷ যদি তাঁর দাবি মিথ্যা হয়, তবে কীভাবে তিনি পাসপোর্ট ছাড়া এ রাজ্যে আসলেন, তাও তদন্ত করে দেখা হচ্ছে বলেই জানান অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ইন্দ্রজিৎ বসু৷ অন্য কোনও উদ্দেশ্য নাকি পাহাড় এবং সমুদ্রের টানেই বাংলায় এসেছেন ওয়াং, সে সংক্রান্তে তথ্যের খোঁজে তাঁকে জেরা করছেন দিঘা মোহনা উপকূল থানার পুলিশ আধিকারিকরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.