সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: ভারত ও চিনের মধ্যে চলা ডোকলাম সমস্যা এখন অতীত৷ সোমবার প্রথমবারের জন্য ভারতে এসেছে চাইনিজ পিপলস লিবারেশন আর্মির আট সদস্যের একটি প্রতিনিধি দল৷ আর পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, এই দলটিই বুধবার পৌঁছে গিয়েছে ভারতীয় সেনার ৩৩-কর্পসের সুকনা ঘাঁটিতে৷ চিন সীমান্তের খুব কাছেই শিলিগুড়িতে অবস্থিত এই সেনা ঘাঁটি পরিদর্শন করবে চিনা সেনারা৷ আগামিকাল তাঁরা আসতে চলেছেন কলকাতায় অবস্থিত ইস্টার্ন কমান্ডের হেড কোয়ার্টার ফোর্ট উইলিয়ামে৷ শিলিগুড়িতে তাঁদের স্বাগত জানান, ৩৩ কর্পসের লেফটেন্যান্ট জেনারেল প্রদীপ এম বালি৷
[ভিনরাজ্যে শ্রমিক মৃত্যুর ঘটনায় উত্তাল মালদহ, জনরোষ সামলাতে নামল ব়্যাফ]
ডোকলাম সমস্যা মেটার পর কয়েকমাস আগেই চিনে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ঘরোয়া বৈঠক সেরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তারপর থেকেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল ভারত ও চিনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক৷ এমনকী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চিন সেনার মধ্যে হটলাইন পরিষেবা চালু করার৷ জানা গিয়েছে, ফোর্ট উইলিয়ামে বৈঠকে বসতে চলা দুই দেশের সেনা প্রতিনিধিদের মধ্যে এই বিষয়েও চূড়ান্ত আলোচনা হতে পারে৷ আলোচনার তালিকায় রয়েছে, ডোকলাম সমস্যার ফলে স্তব্ধ হয়ে যাওয়া দুই দেশের সেনার মধ্যেকার বার্ষিক মহড়াও৷ যা পুনরায় শুরু করার বিষয়েও অত্যন্ত আগ্রহী হয়ে রয়েছে নয়াদিল্লি ও বেজিং৷
[৬ আগস্ট পঞ্চায়েত মামলার রায় ঘোষণা সুপ্রিম কোর্টে, আপাতত বহাল স্থগিতাদেশ]
চিনা সেনার প্রতিনিধি দলটির সুকনায় সেনা ঘাঁটিতে প্রদর্শন করতে যাওয়ার বিষয়টিকেও গুরুত্ব দিয়ে দেখছে কূটনৈতিক মহল৷ তাঁদের মতে, ভারত ও চিনের মধ্যেকার কূটনৈতিক সম্পর্কের উন্নতি হওয়া অবশ্যই একটি ইতিবাচক দিক৷ সম্পর্কের এই উন্নতিতে কিছুটা হলেও কড়া বার্তা দেওয়া যাবে পাকিস্তানকে৷ যারা বিনা প্ররোচনায় এখনও উত্তপ্ত করে রেখেছে নিয়ন্ত্রণ রেখাকে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.