সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: সিকিমে ভারত-চিন সীমান্তের নাথু লা পাসে ধুমধামের সঙ্গে ৭২ তম স্বাধীনতা দিবস উদযাপন করল দেশের সেনাবাহিনী। এদিন বিশেষ আমন্ত্রণে নাথু লায় উপস্থিত ছিল প্রতিবেশী চিনের লালফৌজ। স্বাধীনতা দিবসের উদযাপনে দু’দেশের সেনাকর্তাদের মধ্যে বার্তালাপও হয়। একসঙ্গে কেকও কাটেন। পতাকা উত্তোলনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। ভারতীয় সেনার তরফেও বেশকিছু কসরত দেখানো হয়। মূলত এই আমন্ত্রণের সূত্র ধরে ডোকলাম পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বলা বাহুল্য, ডোকলাম নিয়ে গত একবছরে দু’দেশের মধ্যেই বেশ কয়েকবার যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। সীমানা লঙ্ঘন করে ভারতের মাটিতে ঢুকে পড়েছে চিনের লালফৌজ। নরমে গরমে সেই পরিস্থিতি সামাল দিয়েছে ভারত চিনের সেনাকর্তারা। দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যেও এনিয়ে বার্তালাপ হয়েছে। সম্প্রতি চিন সফর সেরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর থেকে একটু একটু করে বরফ গলছে। চলতি মাসের এক তারিখেই লালফৌজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নাথু লায় অনুষ্ঠান হয়। সেখানেও বিশেষ আমন্ত্রিতের তালিকায় ছিলেন ভারতীয় সেনাকর্তারা। সেই সময়ও সৌজন্যতা বজায় রাখতে করমর্দন-রত ছবিও তোলেন দু’দেশের সেনা কর্তা। তারপর লালফৌজের সঙ্গে একসঙ্গে ছবিও তোলে ভারতীয় সেনাবাহিনী। সেই সময় থেকে দু’দেশের সম্পর্ক ইতিবাচক দিকে যাচ্ছিল। ৭২ তম স্বাধীনতা দিবসে লালফৌজকে আমন্ত্রণ জানিয়ে ভারতীয় সেনা সেই ইতিবাচক বৃত্তকে সম্পূর্ণ করল। এই আমন্ত্রণ দু’দেশের সম্পর্কের মধ্যে উষ্ণতা বাড়াবে বলে মনে করা হচ্ছে।
এদিন নাথু লায় পতাকা উত্তোলনের পাশাপাশি নাচ গানের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস পালন করে ভারতীয় সেনা বাহিনী। সেই সঙ্গে সেনার তরফে বেশকিছু কসরতও দেখানো হয়। লালফৌজের কর্তাদের সঙ্গে বার্তা বিনিময়ের পাশাপাশি দু’দেশের সেনাবাহিনীর মধ্যে মিষ্টিমুখও চলে। স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় সেনাদের শুভেচ্ছা জানাতে ভোলেননি লালফৌজের সেনাকর্তা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.