Advertisement
Advertisement

লগ্নির সম্ভাবনা খতিয়ে দেখতে আজ পানাগড়ে চিনা টিম

রাজ্যে বিনিয়োগের পরিবেশ নিয়ে খুশি চিনা কর্তারা৷ লগ্নির সম্ভাবনা আরও উজ্জ্বল৷

China's investment potential is bright in Bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 20, 2016 12:18 pm
  • Updated:September 20, 2016 12:18 pm  

স্টাফ রিপোর্টার: চিনের নজরে বাংলা৷ লগ্নির সম্ভাবনা খতিয়ে দেখতে আজ পানাগড়ে চিনা টিম৷ সোমবার সেখানকার বিভিন্ন শিল্পের প্রতিনিধি দলটি বৈঠক করেন শিল্পমন্ত্রী অমিত মিত্রর সঙ্গে৷ পাশাপাশি বিভিন্ন প্রকল্প নিয়ে তাঁরা টাটা স্টিল, ভিসা পাওয়ার, লার্সেন টুবরো সহ বেশ কয়েকটি শিল্পসংস্থার সঙ্গে কথা বলেছেন৷ যৌথ উদ্যোগে রাজ্যে আবাসন প্রকল্প নিয়েও উৎসাহী চিনা শিল্পপতিরা৷ সোমবারের বৈঠক ফলপ্রসূ দাবি করে অমিতবাবু বলেন, “রাজ্যে বিনিয়োগের পরিবেশ নিয়ে খুশি চিনের বিভিন্ন শিল্পসংস্থার কর্তারা৷ মোট ১৮টি সংস্থার ২১ জন প্রতিনিধি এসেছেন৷ তাঁদের সঙ্গে কথা হয়েছে৷ আজ তাঁরা পানাগড় শিল্পতালুক ঘুরে দেখবেন৷ যাবেন সেখানে ম্যাটিক্স প্রকল্প এলাকায়৷”

বেশ কিছুদিন আগে চিনের প্রাদেশিক কর্তা ও শিল্পমহলের প্রতিনিধি লি ওয়ান ঝাও রাজ্যে এসে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ জানিয়েছিলেন, এখানে লগ্নি নিয়ে তাঁরা যথেষ্ট উৎসাহী৷ ফিরে গিয়ে সংশ্লিষ্ট মহলের কাছে বিষয়টি তুলে ধরবেন ও উৎসাহীদের এ রাজ্যের বাস্তব পরিস্থিতি বুঝতে পাঠাবেন৷ তার পর দেড় মাস আগে সেখানকার একটি টিম এসেছিল৷ এখন বণিকমহলের একটি দল রয়েছে৷ আগামী নভেম্বরে ফের আর একটি দল আসছে৷ এবং সেই দলে থাকবে বিশ্ব বাণিজ্যের তালিকায় নাম রয়েছে এমন সংস্থাও৷ চিনা প্রতিনিধিদলকে বিশ্ববাংলা শিল্প সম্মেলনেও আমন্ত্রণ জানিয়েছেন অমিতবাবু৷ রীতি মেনে সম্মেলনেও হাজির থাকছে চিন৷ ফলে সব মিলিয়ে বিশ্ব অর্থনীতিতে বৃহৎ শক্তি চিনের আরও লগ্নি সম্ভাবনা এই রাজ্যে উজ্জ্বল৷

Advertisement

সোমবার কলকাতায় একটি আলোচনাচক্রে চিনের ২১ জনের দলটির নেতৃত্বে থাকা হোয়া জিন গাও জানান, সফরকারী ১৮টি শিল্পসংস্থার মোট টার্নওভার ১০ বিলিয়ন ডলার৷ বিদ্যুৎ, পরিকাঠামো, রাসায়নিক, আবাসন, কয়লা ও খনিজ শিল্পক্ষেত্রের লোকজন রয়েছেন৷ আবাসন শিল্প নিয়ে তাঁরা উৎসাহী৷ বিদ্যুৎ, বিশেষ করে সৌর শক্তি নিয়েও আগ্রহ রয়েছে তাঁদের৷ অমিতবাবু জানান, “চিনের নজরে এখন বাংলা৷ সেখানকার শিল্পমহল দীর্ঘদিন ধরেই রাজ্যে লগ্নি নিয়ে উৎসাহী৷ এবার হয়তো তার বাস্তব রূপ দেখা যাবে৷ হলদিয়া কেমিক্যাল হাব নিয়েও বর্তমান দলটি উৎসাহী৷”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement