Advertisement
Advertisement

Breaking News

পুরসভার ভ্যাটে শিশুর দেহ, চাঞ্চল্য মালদহ শহরে

শিশুপাচারের সঙ্গে কি কোনও যোগ রয়েছে এই ঘটনার?

Child’s Body Found In Municipality’s Dustbin In Malda
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 1, 2016 6:24 pm
  • Updated:December 1, 2016 6:24 pm  

স্টাফ রিপোর্টার: পুরসভার ভ্যাটে মিলল সদ্যোজাত শিশুকন্যার মৃতদেহ৷ এ নিয়ে আজ সকালে তীব্র চাঞ্চল্য ছড়ায় মালদহ শহরের পিরোজপুর লাগোয়া কৃষ্ণজীবন সান্যাল রোড এলাকায়৷ জনবহুল ওই রাস্তার ধারে ইংলিশবাজার পুরসভার একটি ভ্রাম্যমাণ ভ্যাট রাখা ছিল৷ এদিন সকালে স্থানীয়রা দেখতে পান, সেই ভ্যাটে আবর্জনার উপর সদ্যোজাতর দেহ পড়ে রয়েছে৷ এর পর পুলিশকে খবর দেওয়া হয়৷ ইংলিশবাজার থানার পুলিশ শিশুর মৃতদেহটি উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়৷
পুরসভার এক গাড়িচালক মানিক ঘোষ বলেন, ‘‘রাজ্যে শিশুপাচারের ঘটনা ফাঁস হয়েছে৷ ফলে এই মৃত শিশু কীভাবে ভ্যাটে এল, সেটা পুলিশকে তদন্ত করে দেখতে হবে৷” স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মালদহ শহরে অসংখ্য নার্সিংহোম গজিয়ে উঠেছে৷ কেউ হয়তো নার্সিংহোম থেকে সদ্যোজাত নিয়ে যাচ্ছিলেন৷ মৃত্যুর পর ফেলে দিয়েছেন ভ্যাটে৷ তবে পাচারচক্রের যোগ থাকার সম্ভাবনাও কেউ উড়িয়ে দেননি৷ পিরোজপুরের বাসিন্দা মানোয়ারা বেগম নামের এক মহিলা বলেন, “নার্সিংহোম কিংবা যে কেউ ফেলুক, এভাবে রাস্তার ধারের ভ্যাটে মৃত বাচ্চা ফেলে দেওয়া উচিত হয়নি৷ পুলিশ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিক৷ এটাই আমাদের দাবি৷”
পুরসভার এই ভ্যাট ঘিরে চাঞ্চল্য ছড়াতে সেখানে কৌতূহলীদের ভিড় জমে যায়৷ মাত্র একশো মিটার দূরেই ইংলিশবাজার থানা৷ এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন মালদহ শহরের বাসিন্দারা৷ পুলিশ জানায়, দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement