Advertisement
Advertisement

এবার দার্জিলিংয়ের হোম থেকে শিশু-পাচার?

পনেরো শিশু নিখোঁজ, হোম সিল করল পুলিশ।

Child Trafficking roots found in Darjeeling Child Care Home
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 23, 2017 10:41 am
  • Updated:February 23, 2017 10:41 am  

স্টাফ রিপোর্টার, শিলিগুড়ি: জলপাইগুড়ির পর এবার দার্জিলিংয়ের হোম থেকে শিশু-পাচার?

সুখিয়াপোখরির একটি হোম থেকে রহস্যজনকভাবে পনেরোটি শিশু নিখোঁজের ঘটনায় প্রবল হচ্ছে সেই আশঙ্কাই৷ হোমের মধ্যে বছর ষোলোর এক কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়তেই বিষয়টি জানাজানি হয়৷ অভিযান চালায় পুলিশ৷ হোমে যতজনের থাকার কথা, দেখা যায় তা নেই৷ এর পর হোমের কাছে এক বাড়ি থেকে কয়েকজন শিশুকে উদ্ধার করা হয়৷

Advertisement

(অন্তঃসত্ত্বার পেটে লাথি, গ্রেপ্তার পঞ্চায়েত প্রধান)

হোমের নাম করে ওই শিশুদের ওই বাড়িতে রাখা হয়েছিল কেন, তা নিয়ে কৈফিয়ত তলব করেন জেলা শিশু কল্যাণ আধিকারিকরা৷ এর পরই হোম কর্ত্রী পালিয়ে যান বলে অভিযোগ৷ তার বাড়ি সম্ভবত নেপালে৷ হোমটি সিল করে দিয়েছে প্রশাসন৷ দার্জিলিংয়ের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, “আইনি পদক্ষেপ করা হচ্ছে৷” গরিব পরিবারের সন্তানদের পড়াশুনো ও খাওয়া-দাওয়া দেওয়ার নামে হোমটিতে রাখা হত বলে জানা গিয়েছে৷ কিন্তু হোম চালানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র ছিল না৷ গত আট-ন’বছর ধরে চলছিল হোমটি৷ দু’সপ্তাহ আগে এই হোমের বিরু‌দ্ধে অভিযোগ দায়ের হয়৷ এর পর বেশ কয়েকবার অভিযান চালায় পুলিশ৷ শেষমেশ কাগজপত্র নিয়ে হোমের কর্ত্রীকে প্রশাসনের তরফে দেখা করতে বলামাত্রই সে পালিয়ে যায় বলে অভিযোগ৷ নিখোঁজ শিশুদের নেপালে পাচার করা হয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ-প্রশাসন৷

(পরীক্ষায় বসা হল না সবং অ্যাসিড-কাণ্ডে জখম পরীক্ষার্থীর)

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement