Advertisement
Advertisement

সরকারি হাসপাতাল থেকে শিশুচুরি, ৪৮ ঘণ্টার মধ্যে পাকড়াও চোর

নেপথ্যে কি পাচারচক্র?

Child Lifter arrested in malda
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 27, 2017 8:48 am
  • Updated:January 27, 2017 8:48 am  

স্টাফ রিপোর্টার, মালদহ: ৪৮ ঘণ্টার মধ্যেই সরকারি হাসপাতাল থেকে চুরি যাওয়া সদ্যোজাত শিশুকন্যা উদ্ধার করল মালদহের চাঁচোল থানার পুলিশ৷ গত ২৪ জানুয়ারি বিকেলে মালতিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে চাঁচোল ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের গৌরীপুর গ্রামের মাঞ্জুরি বিবির সদ্যোজাত কন্যাসন্তান চুরি যায়৷ এই ঘটনায় চাঁচোল থানার পুলিশ দুই মহিলাকে গ্রেফতার করেছে৷ ধৃত দুই মহিলার নাম জোৎস্না বিবি ও নুরজাহান বেওয়া৷ তারা সম্পর্কে মা ও মেয়ে৷ তাদের বাড়িতুয়া থানার বোলতাপুকুরে৷ ধৃতদের জেরা করে পুলিশ জানতে চাইছে শিশু চুরির পিছনে কোনও পাচারচক্রের যোগ আছে কি না৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement