Advertisement
Advertisement

Breaking News

Mahishadal

বেআইনি বিদ্যুৎ সংযোগের বলি শিশু! ভেড়িতে বল কুড়োতে গিয়ে মৃত্যু

পরিবারের অভিযোগ, সাধারণ তার ব্যবহার করে জমির উপর দিয়ে ভেড়ির জন্য বিদ্যুৎ নেওয়া হচ্ছিল।

Child died in Mahishadal after electrification

প্রতীকী ছবি।

Published by: Paramita Paul
  • Posted:June 29, 2024 4:55 pm
  • Updated:June 29, 2024 4:59 pm  

চঞ্চল প্রধান, হলদিয়া: মাছ চাষের জমিতে বেআইনিভাবে বিদ্যুতের সংযোগ। আর তার জেরেই প্রাণ গেল এক শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার মলুবসান গ্রামে। জানা গিয়েছে, খেলার বল কুড়োতে গিয়ে বিদ্যুতের সেই তারে হাত লাগতেই লুটিয়ে পড়ে শিশুটি। সেখানেই তার মৃত্যু হয়।

জানা গিয়েছে, শনিবার বন্ধুদের সঙ্গে খেলছিল শুভম রানা। চতুর্থ শ্রেণির ছাত্র। আচমকা খেলার বলটি পড়ে যায় জমিতে। সেসময় বল কুড়োতে গিয়ে তার হাত লেগে যায় বিদ্যুতের তারে। স্থানীয় এক বাসিন্দা বিষয়টি দেখে তাকে উদ্ধার করে। স্থানীয় নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা শুভমকে মৃত বলে ঘোষণা করে।

Advertisement

[আরও পড়ুন: শপথ জটিলতায় ‘ক্লান্ত’, রাজ্যপালকে বিধানসভায় আসার ফের আর্জি স্পিকারের]

ওই পড়ুয়ার পরিবারের অভিযোগ, সাধারণ তার ব্যবহার করে জমির উপর দিয়ে ভেড়ির জন্য বিদ্যুৎ নেওয়া হচ্ছিল। যে কোনও সময়ে বিপদ ঘটতে পারে বলে স্থানীয়রা অভিযোগ করেছিলেন বার বার। সতর্ক করেছিলেন। কিন্তু মালিক কথা শোনেননি বলে অভিযোগ স্থানীয়দের। এদিমন সেই বিদ্যুতের তারের সংস্পর্শে আসতেই মৃত্যু হল শিশুটির। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। 

[আরও পড়ুন: ‘বিচারব্যবস্থায় রাজনৈতিক পক্ষপাতিত্ব অনুচিত’, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আর্জি মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement