Advertisement
Advertisement

কর্মীর মারে মৃত সদ্যোজাত, উত্তেজনা হাসপাতালে

ঘটনাস্থলে ব়্যাফ ও বিশাল পুলিশ বাহিনী৷

Child death in Diamond Harbour hospital, 3 arrested
Published by: Tanujit Das
  • Posted:September 7, 2018 1:01 pm
  • Updated:September 7, 2018 1:01 pm  

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: সদ্যোজাতর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে। শিশুটির পরিবারের অভিযোগ, হাসপাতালের এক কর্মী মারধর করে মেরে ফেলেছে শিশুটিকে৷ অভিযুক্ত ওই হাসপাতাল কর্মীর নাম পার্থসারথি দলুই৷ ইতিমধ্যে ঘটনায় মূল অভিযুক্ত-সহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ওই হাসপাতালে৷ পরিস্থিতি সামাল দিতে নেমেছে ব়্যাফ ও বিশাল পুলিশবাহিনী৷

[হেরিটেজ আর্ট গ্যালারি হবে ডুরান্ড হল, পর্যটন কেন্দ্রের ভাবনা রেলের]

Advertisement

জানা গিয়েছে, পাঁচ দিন আগে এক কন্যা সন্তানের জন্ম দেন তাহানুর বিবি৷ তিনি ডায়মন্ড হারবারের সরিষা এলাকার বাসিন্দা৷ বৃহস্পতিবার হঠাৎই সেই সদ্যোজাত কন্যাসন্তানের জ্বর এলে তাকে সরিষা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান তাহানুর বিবি৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে স্থানান্তরিত করা হয় ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে৷ সেখানে শিশু বিভাগে ভরতি করা হয় তাকে৷ মৃত শিশুটির মায়ের অভিযোগ, বৃহস্পতিবার রাতে হঠাৎই ওই হাসপাতালের কর্মী পার্থসারথি দলুই প্রথমে তাঁর শ্লীলতাহানি করে৷ তারপর কেবিনে ঢুকে শিশুটিকে মারধর করে এবং তার ফলেই মৃত্যু হয়েছে তাঁর মেয়ের৷

[টার্গেট উনিশ, জোরকদমে জঙ্গলমহলে ডিজিটাল রেশন কার্ড বিলি রাজ্যের]

জানা গিয়েছে, এরপরেই উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্ত্বরে৷ ঝামেলা শুরু করেন শিশুটির পরিবারের লোকজন৷ কার্যত স্তব্ধ হয়ে যায় ডায়মন্ড হারবার হাসপাতালের কাজকর্ম৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ৷ পুলিশের সঙ্গেও বাদানুবাদে জড়ান মৃতের বাড়ির লোকেরা৷ এরপর থানায় অভিযুক্ত-সহ আরও কয়েকজনের নামে দায়ের হয় অভিযোগ৷ সেই অভিযোগের ভিত্তিতেই মূল অভিযুক্ত পার্থসারথি দলুই-সহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ বাকি দুই ধৃতের নাম হল আজিমউদ্দিন গাজী ও সাজিদ মোকাম৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement