ছবি: প্রতীকী
বাবুল হক, মালদহ: জ্বরে আরও এক শিশুর মৃত্যু হল মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Maldah Medical College)। পরিসংখ্যান অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় এ নিয়ে মালদহে মোট ৪ শিশুর মৃত্যু হল। শুক্রবারই উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছে স্বাস্থ্যদপ্তরের এক বিশেষজ্ঞ দল। উত্তরবঙ্গ (North Bengal) মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁদের যাওয়ার কথা। পরে সেখানকার অন্যান্য সরকারি হাসপাতালগুলিতে গিয়ে পরিস্থিতি দেখভাল করবেন। ইতিমধ্যেই এ ধরনের জ্বরে কীভাবে চিকিৎসা করতে হবে শিশুদের, তার একটি SOP তৈরি করেছে স্বাস্থ্যদপ্তর। তা পাঠানো হচ্ছে রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে।
হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধেবেলা মালদহ (Maldah) মেডিক্যাল কলেজে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সেও জ্বর নিয়ে ভরতি হয়েছিল হাসপাতালে। সূত্রের খবর, ওই শিশুটি ঝাড়খণ্ডের বাসিন্দা। অসুস্থতা বাড়তে থাকায় নিকটবর্তী মালদহ মেডিক্যাল কলেজে তাকে আনা হয়। বৃহস্পতিবার সন্ধে ৬টার একটু আগে মারা যায় সে। মালদহ মেডিক্যাল কলেজের শিশুবিভাগের প্রধান ডাক্তার সুষমা সাউ জানিয়েছেন, গত ৪৮ ঘণ্টায় এই হাসপাতালে মোট ৪ শিশুর মৃত্যু হয়েছে।তিনি আরও জানান, ১৫ তারিখ দু’জন এবং ১৬ তারিখ ২ শিশুর প্রাণহানি ঘটেছে। তবে আতঙ্কের কিছু নেই। সরকারি নির্দেশ অনুযায়ী সকলের চিকিৎসা চলছে।
এদিকে, শিলিগুড়ি (Siliguri) হাসপাতাল সূত্রে খবর মিলেছে, সেখানকার পরিস্থিতি একটু ভাল। গত ২৪ ঘণ্টায় বেশ কয়েকজন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। ১০ জনের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছে কলকাতায়। আবার নতুন করে ১৫ শিশু জ্বর নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যালে ভরতি বলে খবর। আজই কলকাতা থেকে উত্তরবঙ্গে যাচ্ছে বিশেষজ্ঞদের দল। বৃহস্পতিবার এসএসকেএমে মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্যবৈঠকের পর রাজ্যের স্বাস্থ্যদপ্তরের প্রধান সচিব জানিয়েছেন, বিষয়টি নিয়ে উদ্বেগের কিছু নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.