Advertisement
Advertisement
Maldah Child Death

মালদহে জ্বরে আরও এক শিশুর মৃত্যু, পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে গেল বিশেষজ্ঞ দল

এ নিয়ে মালদহ মেডিক্যালে গত ৪৮ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হল।

Maldah Child Death: Another child died at Maldah medical college

ছবি: প্রতীকী

Published by: Sucheta Sengupta
  • Posted:September 17, 2021 10:02 am
  • Updated:September 17, 2021 5:59 pm  

বাবুল হক, মালদহ: জ্বরে আরও এক শিশুর মৃত্যু হল মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Maldah Medical College)। পরিসংখ্যান অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় এ নিয়ে মালদহে মোট ৪ শিশুর মৃত্যু হল। শুক্রবারই উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছে স্বাস্থ্যদপ্তরের এক বিশেষজ্ঞ দল। উত্তরবঙ্গ (North Bengal) মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁদের যাওয়ার কথা। পরে সেখানকার অন্যান্য সরকারি হাসপাতালগুলিতে গিয়ে পরিস্থিতি দেখভাল করবেন। ইতিমধ্যেই এ ধরনের জ্বরে কীভাবে চিকিৎসা করতে হবে শিশুদের, তার একটি SOP তৈরি করেছে স্বাস্থ্যদপ্তর। তা পাঠানো হচ্ছে রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে।

child died at Maldah

Advertisement

হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধেবেলা মালদহ (Maldah) মেডিক্যাল কলেজে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সেও জ্বর নিয়ে ভরতি হয়েছিল হাসপাতালে। সূত্রের খবর, ওই শিশুটি ঝাড়খণ্ডের বাসিন্দা। অসুস্থতা বাড়তে থাকায় নিকটবর্তী মালদহ মেডিক্যাল কলেজে তাকে আনা হয়। বৃহস্পতিবার সন্ধে ৬টার একটু আগে মারা যায় সে। মালদহ মেডিক্যাল কলেজের শিশুবিভাগের প্রধান ডাক্তার সুষমা সাউ জানিয়েছেন, গত ৪৮ ঘণ্টায় এই হাসপাতালে মোট ৪ শিশুর মৃত্যু হয়েছে।তিনি আরও জানান, ১৫ তারিখ দু’জন এবং ১৬ তারিখ ২ শিশুর প্রাণহানি ঘটেছে। তবে আতঙ্কের কিছু নেই। সরকারি নির্দেশ অনুযায়ী সকলের চিকিৎসা চলছে।

[আরও পড়ুন: চিকিৎসায় ‘গাফিলতি’, ক্যানিং মহকুমা হাসপাতালে তাণ্ডব রোগীর পরিবারের]

এদিকে, শিলিগুড়ি (Siliguri) হাসপাতাল সূত্রে খবর মিলেছে, সেখানকার পরিস্থিতি একটু ভাল। গত ২৪ ঘণ্টায় বেশ কয়েকজন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। ১০ জনের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছে কলকাতায়। আবার নতুন করে ১৫ শিশু জ্বর নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যালে ভরতি বলে খবর।  আজই কলকাতা থেকে উত্তরবঙ্গে যাচ্ছে বিশেষজ্ঞদের দল। বৃহস্পতিবার এসএসকেএমে মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্যবৈঠকের পর রাজ্যের স্বাস্থ্যদপ্তরের প্রধান সচিব জানিয়েছেন, বিষয়টি নিয়ে উদ্বেগের কিছু নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে।  

[আরও পড়ুন: পুজোর আগেই ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র টাকা পাবেন মহিলারা, দ্রুত কাজ সারার নির্দেশ প্রশাসনের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement