Advertisement
Advertisement
শিশু

‘বিজেপি না, তৃণমূলে যাব’, কেঁদেকেটে একশা একরত্তি

নির্বাচনী উত্তাপে অমলিন হাসি ছড়িয়ে দিল এই খুদে, দেখুন ভিডিও৷

Child cries to go to TMC's rally goes viral in social media
Published by: Sucheta Sengupta
  • Posted:April 27, 2019 2:11 pm
  • Updated:April 29, 2019 7:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজতন্ত্র গিয়েছে৷ এখন গণতন্ত্রের যুগ৷ রথ- ঘোড়া-ঢাল-তলোয়ারের দিন শেষ৷ ছোট ছেলের দল রাজা, মন্ত্রী সাজিয়ে আর যুদ্ধু-যুদ্ধু খেলে না৷ তবু একটা যুদ্ধ আছে৷ নাম যার নির্বাচনী লড়াই৷ আর সেই ছেলের দল আজও আগের মতোই সরল আর কল্পনাপ্রবণ৷ রাজায়-রাজায় না হোক, রাজনৈতিক দলগুলির মধ্যে লড়িয়ে এখনও তারা হার-জিতের খেলা উপভোগ করে৷ শুধু খেলার ধরনটা পালটেছে৷ আজকের খুদেরা তৃণমূল, বিজেপির নাম ধরে সরল মনে খেলা করে, বায়না ধরে৷

[ আরও পড়ুন : কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি]

তেমনই এক খুদের গল্প শুনুন আজ৷ কী কান্না কী কান্না৷ মুখ থেকে কথা না খসতেই কেঁদে কেঁদে উঠছে বছর চার-পাঁচের শিশুটি৷ কিছুতেই থামানো যাচ্ছে না৷ কী চাই তার? কীসের এত বায়না? না না, কোনও চকলেট বা ক্যাডবেরি বা রিমোট কন্ট্রোল গাড়ি – এসব কিছুই চাই না তার৷ তাহলে দাবিটা কী? একটানা এমন কান্না কীসের জন্য?

Advertisement

বাবা, মা কোনওমতে শান্ত করে জিজ্ঞাসা করতে কাঁদতে কাঁদতেই সে উত্তর দিল৷  কচি গলার উত্তর শুনে তো মা, বাবা তাজ্জব৷ হাসবেন না রেগে যাবেন নাকি ছেলের বায়না উড়িয়ে দেবেন, বুঝতেই পারছেন না৷ কী বলল সেই ছেলে? কান্নাজড়ানো কণ্ঠে সে জানাচ্ছে, তৃণমূলের সঙ্গে যাবে৷ বারবার সে বলছে, তৃণমূলের সঙ্গে যাবে, মমতাকে দেখতে যাবে৷ ব্যাপারটায় মজা পেয়ে মা, বাবাও বললেন, বিজেপিতে যা৷ ব্যস! ওমনি আবার কান্নার রোল৷ না, না বিজেপি না, তৃণমূলেই সে যাবে৷ এবং নতুন জামা পরে যাবে৷ এই বলে খাটের তলা থেকে জামাকাপড়ের বান্ডিল বের করে জামা পর্যন্ত খুঁজতে বসল৷ না যাওয়া পর্যন্ত তার কান্না যেন থামবে না৷

[ আরও পড়ুন : প্রচারে ভোজপুরী গানে কোমর দুলিয়ে মঞ্চ মাতালেন মুনমুন]

আসলে দেশজুড়ে ভোটযুদ্ধের উত্তাপ চড়ছে উত্তরোত্তর৷ কী ঘরে, কী পথেঘাটে, কী বাসে-ট্রেনে, সকলেই মজে ভোটে৷ দিল্লিতে ফের মোদি না অন্য কেউ, সিপিএমের কী হাল হবে, তৃণমূল কতটা ভেঙে যাবে-এসব আলোচনা অহরহ৷ তৃণমূলে যাওয়ার বায়না ধরা শিশুর বাড়িতেও এমনই আলোচনা চলছে৷ যা কিনা কানের ভিতর দিয়ে শিশুর মরমে প্রবেশ করেছে৷ তাই তার এমন আকুলিবিকুলি কান্না – বিজেপি নয়, তৃণমূলেই যাবে৷ ভোট মরশুমে শিশুমনে মোদি, মমতাদের কী প্রভাব! হয়তো জানেই না কে মোদি, কে-ই বা মমতা৷ কী বিজেপি, কী-ই বা তৃণমূল৷ কিন্তু কী এক প্রতিবর্ত ক্রিয়ায় এই শিশু কেঁদেই চলেছে তৃণমূলে যাবে বলে৷ বছর পাঁচেকের খুদের কীর্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷ ভোটের গরমাগরম আবহে প্রাণখুলে হাসছেন নেটিজেনরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement