Advertisement
Advertisement
জলশ্রী

অনাবৃষ্টি থেকে রাজ্যকে বাঁচাতে জলশ্রী প্রকল্প চালু করছেন মমতা

গত ১২ জুলাই জল সংরক্ষণের জন্য পদযাত্রাও করেন মুখ্যমন্ত্রী।

Chief minister Mamata Banerjee administrative review meeting in Burdwan

ফাইল ছবি

Published by: Soumya Mukherjee
  • Posted:August 26, 2019 5:48 pm
  • Updated:August 26, 2019 5:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই জলসম্পদ রক্ষার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলসম্পদ বাঁচাতে ও সাধারণ মানুষের মধ্যে সচেতনা তৈরি করতে গত ১২ জুলাই কলকাতার রাস্তায় পদযাত্রাও করেছিলেন তিনি। এবার অনাবৃষ্টির হাত থেকে রাজ্যবাসীকে রক্ষা করতে জলশ্রী প্রকল্পের কথা ঘোষণা করলেন। 

[আরও পড়ুন: রাজ্যের সর্বত্র বাংলা ব্যবহারের দাবি, স্টেশনের হিন্দি নামফলকে কাদার প্রলেপ ‘বাংলাপক্ষ’র]

সোমবার পূর্ব বর্ধমানে প্রশাসনিক বৈঠক করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে প্রথমেই জলশ্রী নামে নতুন এই প্রকল্প চালুর কথা ঘোষণা করেন তিনি। জানান, অনাবৃষ্টি আর তার ফলে সৃষ্টি হওয়া খরা পরিস্থিতির হাত থেকে রাজ্যের সাধারণ মানুষকে রক্ষা করতে এই প্রকল্প চালু করা হচ্ছে। যে ব্যক্তি বা মহিলারা জলসম্পদ রক্ষার জন্য উদ্যোগ নেবেন তাঁদের সম্মান জানানোর পাশাপাশি আর্থিক পুরস্কারও দেওয়া হবে। খাল, বিল, নদী ও পুকুর একত্রিত করে এই জলশ্রী প্রকল্প করা হবে। এই সংক্রান্ত কাজকর্ম কীভাবে ১০০ দিনের কাজের আওতায় নিয়ে আসা যায়, তার পরিকল্পনা তৈরির কথাও বলেন প্রশাসনিক আধিকারিকদের। নদীমাতৃক বঙ্গে যাতে কোনওদিন জলের অভাব না হয় তার জন্যও সচেষ্ট হতে বলেন মুখ্যমন্ত্রী।

Advertisement

প্রশাসনিক বৈঠকে জেলায় বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ কীরকম চলছে তার বিস্তারিত খোঁজ নেন তিনি। পাশাপাশি বর্ষার মধ্যে ডেঙ্গু দমনে বিশেষ নজর দিতে বলেন প্রশাসনিক আধিকারিকদের। সোমবার বাংলা আবাস যোজনা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: ‘মুসলিম তোষণে কাজ হচ্ছে না, তাই হিন্দু তোষণ করছেন মমতা’, কটাক্ষ দিলীপের]

তিনি বলেন, ‘রাজ্যে বাংলা আবাস যোজনার অন্তর্গত আটলাখ ৩০ হাজার বাড়ি তৈরি করা হবে। কিন্তু, এর মধ্যেই যাদের দোতলা বাড়ি আছে তাঁদেরও বাড়ি দেওয়ার অভিযোগ উঠছে। স্থানীয় বিডিওদের এই ধরনের অভিযোগের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। কিছু লোক দুষ্টুমি করছে। তাদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement