Advertisement
Advertisement

Breaking News

Chhatradhar Mahato

‘ছত্রধররা বিক্রি হয় না’, তাঁকে বিজেপিতে আহ্বান জানানোয় দিলীপ ঘোষকে হুঁশিয়ারি তৃণমূল নেতার

'ভোট লুটের পর নেতা লুটের খেলায় নেমেছে বিজেপি', তীব্র আক্রমণ ছত্রধরের।

Chhatradhar Mahato attacks Dilip Ghosh as he invites the TMC leader to BJP | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:November 29, 2020 8:09 pm
  • Updated:November 29, 2020 8:11 pm  

সম্যক খান, মেদিনীপুর: ভোট লুটের পর নেতা লুটের কাজে নেমেছে বিজেপি। এভাবেই বিজেপির বিরুদ্ধে আক্রমণের সুর চড়ালেন জঙ্গলমহলের জনপ্রিয় নেতা তথা তৃণমূলের রাজ্য কমিটির সম্পাদক ছত্রধর মাহাতো (Chhatradhar Mahato)। রবিবার শালবনির ফডার ফার্মে শ্রমিক ইউনিয়নের বার্ষিক সম্মেলনে যোগ দেন তিনি। সেখানে একহাত নেন বিজেপি রাজ্য সম্পাদক দিলীপ ঘোষকেও। তাঁকে বিজেপিতে স্বাগত জানানোর উত্তরে হুঁশিয়ারির সুরে বললেন, ”ছত্রধররা বিক্রি হয় না।”

একুশে ভোটের দামামা পুরোপুরি বেজে গিয়েছে রাজ্যে। রবিবার থেকেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার থেকে প্রচার শুরু করে দিয়েছেন। নিজেদের গড় বাদেও হলদিয়া গিয়ে মিছিল করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সুজিত বসুরা। এদিকে,শালবনিতে অন্য এক অনুষ্ঠান থেকেও রাজনৈতিক প্রচার শুরু করলেন ছত্রধর। বিজেপিকে (BJP) বিঁধে তাঁর শ্লেষ, ”বিজেপি নেতারা এখন দিবাস্বপ্ন দেখছেন। গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলের মানুষদের প্রলোভন দেখিয়ে ভোট লুঠ করার পর এখন তাঁরা নেতা লুঠ করতে চাইছেন। দিবাস্বপ্ন দেখা ভাল, কিন্তু বিজেপির মনে রাখা উচিত, জঙ্গলমহলের আদিবাসীদের কাছে সবথেকে বড় বিষয় হল তাদের ইজ্জত। তারা কখনও তা বিক্রি হতে দেয় না।”

Advertisement

[আরও পডুন: বিশ্বভারতীর জায়গা দখল করে বাড়ি নির্মাণ, দেওয়াল ভেঙে পাঁচিল তুলে দিল কর্তৃপক্ষ]

এরপর নিজের উদাহরণ টেনেই ছত্রধরের আক্রমণ, গোপীবল্লভপুরে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ‘জঙ্গলমহলের লড়াকু নেতা’ বলে বিজেপিতে যোগ দিলে সম্মান জানানোর কথা বলেছিলেন। অথচ গত দু’মাস ধরে বিজেপির ছোট, বড় নেতারা তাঁকে ও তাঁর পরিবারকে ‘মাওবাদী’ আখ্যা দিয়ে চরম গালিগালাজ করে গিয়েছেন। ছত্রধর মাহাতো এদিন বিজেপির বিরুদ্ধে অভিযোগের সুরে বলেন, গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে প্রতিটি আদিবাসী পরিবারে একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট লুঠ করেছিল। জঙ্গলমহল থেকে অশুভ শক্তির ডানা ছাঁটার আহ্বানও জানিয়েছেন তিনি। জনপ্রিয় নেতার বক্তব্য, ”ওরা হয়তো ভাবছেন পশ্চিমবঙ্গের শাসভার হাতের মুঠোয় চলে এসেছে। স্বপ্ন দেখুন, কিন্তু পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াবেন না। দিলীপবাবুরা বাংলাকে গুজরাট বানানোর যে স্বপ্ন দেখছেন, তা কখনও বাস্তবায়িত হবে না।”

[আরও পডুন: দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে অন্যত্র বিয়ের তোড়জোড়, প্রেমিকের বাড়ির সামনে আমরণ অনশনে তরুণী]

রবিবার ফডার ফার্মে শালবনী গো-সম্পদ বিকাশ ফার্ম কনট্রাকটরস ওয়ার্কারস ইউনিয়ন, শালবনী ফডার ফার্ম কনট্রাকটরস লেবারস ইউনিয়ন এবং শালবনী ফিড প্ল্যান্ট কনট্রাকটরস লেবার ইউনিয়নের যৌথ বার্ষিক সাধারণ সভা ছিল। সেখানে ছত্রধর মাহাতো ছাড়াও হাজির ছিলেন জেলা আইএনটিটিইউসি সভাপতি নির্মল ঘোষ, ব্লক তৃণমূল সভাপতি নেপাল সিংহ, ফডার ফার্ম শ্রমিক ইউনিয়ন নেতা সলিল সাহা-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement