সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। রাত পোহালেই এবারের মাধ্যমিকের ফলপ্রকাশ (Madhyamik Result 2023)। শুক্রবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ। বেলা ১২টা থেকে অনলাইনে জানা যাবে ফলাফল। এরই পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার ফল এবার সরাসরি জানা যাবে ‘সংবাদ প্রতিদিন’ ডিজিটালেও। জেনে নিন পদ্ধতি।
www.sangbadpratidin.in ওয়েবসাইটে ঢুকলেই মাধ্যমিক ফলাফল (Madhyamik Result 2023) সংক্রান্ত একটি পপ আপ আপনার নজরে পড়বে। তাতে ক্লিক করুন। তারপর https://result.sangbadpratidin.in ক্লিক করে নির্দিষ্ট জায়গায় ছাত্র বা ছাত্রীর রোল নম্বর এবং জন্মতারিখ টাইপ করলেই কেল্লাফতে। জানা যাবে মাধ্যমিকের ফলাফল।
শুক্রবার সকালের সংবাদ প্রতিদিন সংবাদপত্রেও একটি কিউ আর কোড থাকবে। সেখানে স্ক্যান করেও https://result.sangbadpratidin.in ওয়েবসাইটের লিঙ্কে ঢুকতে পারেন। তারপর একইভাবে ছাত্র বা ছাত্রীর রোল নম্বর ও জন্মতারিখ টাইপ করলে জানা যাবে ফলাফল। মনে রাখবেন, বেলা ১২টার পর থেকেই কিন্তু অনলাইনে ফলাফল জানা যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.