Advertisement
Advertisement

Breaking News

charlie chaplin

চার্লি চ্যাপলিনকে শ্রদ্ধাজ্ঞাপন, আসানসোলের ওয়াক্স মিউজিয়ামে কিংবদন্তির মোমের মূর্তি

আসানসোলবাসীর অনেকদিনের আবদার ছিল একটি চার্লি চ্যাপলিনের মূর্তি।

Charlie Chaplin wax statue at asansol museum | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 26, 2022 8:39 pm
  • Updated:December 26, 2022 8:51 pm  

শেখর চন্দ্র, আসানসোল: বড়দিনে চ্যাপলিন মৃত্যুদিন। ওইদিনই আসানসোলের ওয়াক্স মিউজিয়ামে উন্মোচিত হল মোমের চার্লি চ্যাপলিন। বড়দিনের উৎসবের আমেজে আসানসোলের মানুষের বাড়তি পাওয়া চার্লি চ্যাপলিন। বিশিষ্ট মোম ভাস্কর সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামে চার্লি চ্যাপলিনের একটি মোমের মূর্তি উন্মোচিত হল । ২৫ ডিসেম্বর বড়দিনেই চার্লি চ্যাপলিনের মৃত্যু দিন। তাই একদিকে উৎসবের আমেজ ও অন্যদিকে কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতেই আসানসোলের শিল্পীর এমন উদ্যোগ।

আসানসোলবাসীর অনেকদিনের আবদার ছিল একটি চার্লি চ্যাপলিনের (charlie chaplin) মূর্তি। সেইমতো আজ চার্লি চ্যাপলিনের মূর্তিটি উন্মোচিত হল ওয়াক্স মিউজিয়ামে। ভাস্কর সুশান্ত রায় বলেন, “অনান্য মূর্তি বানাতে যে সময় লাগে তার তুলনায় অনেকটাই কম সময় লেগেছে এটি বানাতে। প্রায় কুড়ি দিন সময় লেগেছে এই মূর্তিটি তৈরি করতে।”একেবারে চার্লি চ্যাপলিনের মতোন হুবহু রূপ দেওয়া হয়েছে এই মূর্তির। মাথায় কালো হ্যাট, কালো কোট, কালো প্যান্ট পড়ে চার্লি চ্যাপলিন যেন ঠিক হাসছেন।

Advertisement

[আরও পড়ুন: দুর্নীতির অভিযোগ, মাটিগাড়া থানার IC’র ফ্ল্যাটে দুর্নীতি দমন শাখার তল্লাশি]

শুধু তাই নয়, সিনেমায় তাঁর হাতে যেরকম ছড়ি বা লাঠি থাকত সেইরকম ছড়ি খুঁজে নিয়ে এসে মূর্তির হাতে লাগিয়েছেন সুশান্ত রায়। মূর্তিটি নিখুঁতভাবে বানিয়েছেন তিনি। এত নজর দিয়েছেন শিল্পী, যে বিস্ময়ে তাকিয়ে থাকতে হয় । বড়দিনে চার্লি চ্যাপলিনের এই মূর্তিটিকে দেখতে মানুষের ঢল নামে সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামে।

উৎসবে, আনন্দে, ছুটির দিনে কিংবা সপ্তাহান্তে আসানসোলের মানুষের এখন সেরা ডেসটিনেশন মহিশিলা কলোনিতে ভাস্কর সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়াম ও শিস মহল। এখানে অভিনেতা উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে অমিতাভ বচ্চন, সুশান্ত সিং রাজপুত এমনকী অ্যাথলিটদের মধ্যে রোনাল্ডিনহো, বিরাট কোহলি সচিন তেন্ডুলকর-সহ জ্যোতি বসু, সুভাষ চক্রবর্তী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোমের মূর্তি রয়েছে। মূর্তিটি দেখতে আসা এক দর্শনার্থী মৃদুল দাস বলেন “মূর্তিটি এত সুন্দর হয়েছে যে না দেখলে বিশ্বাস করা যায় না। মনে হচ্ছে একেবারে চার্লি চ্যাপলিন সামনে দাঁড়িয়ে আছে। শিল্পীর শিল্পগুণের তারিফ না করে থাকা যায় না ।” পরবর্তী সময়ও ভাস্কর সুশান্ত রায়ের আরও বেশ কয়েকটি মূর্তি বানানোর পরিকল্পনা রয়েছে। তার মধ্যে যেটি দ্রুত তিনি বানাতে চাইছেন, সেটি হল এবারের বিশ্বকাপের নায়ক লিওনেল মেসির মূর্তি। খুব দ্রুত এই মূর্তি সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামে দেখা যাবে।

[আরও পড়ুন: আসানসোল দুর্ঘটনা: চতুর্থ নোটিসের পর ফের জিতেন্দ্র তিওয়ারির বাড়িতে পুলিশ, স্ত্রীকে জেরা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub