Advertisement
Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়

কালীগঞ্জের জনসভায় হট্টগোল, মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী

প্রায় ১২ মিনিট ভাষণ বন্ধ রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

Chaos in West Bengal's Chief Minister Mamata Banerjee's rally
Published by: Sayani Sen
  • Posted:April 20, 2019 4:50 pm
  • Updated:April 20, 2019 4:50 pm  

পলাশ পাত্র, তেহট্ট: সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে এর আগেও বহুবার নদিয়া জেলা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তবে শনিবার এ জেলায় যাওয়ার কারণ এক্কেবারেই আলাদা৷ কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্রর সমর্থনে কালীগঞ্জে জনসভা করেন তৃণমূল নেত্রী৷ মমতা ম্যাজিকে মুগ্ধ নদিয়া৷ তাঁকে সামনে থেকে দেখবেন৷ শুনবেন বার্তা৷ এই আশায় বহু মানুষই ভিড় জমান সভায়৷ বৈশাখের কাঠফাটা রোদকে উপেক্ষা করে তাঁরা সভা প্রাঙ্গণে জড়ো হন৷ নির্ধারিত সময় অনুযায়ী শুরু হয় মমতার সভা৷ কিন্তু সভার শুরুতে গন্ডগোল৷ এক্কেবারে সভাস্থলের সামনের সারিতে বসে থাকা মহিলারা চিৎকার চেঁচামেচি শুরু করেন৷ কারও দাবি, জলের সঠিক বন্দোবস্ত নেই তো কারও গরমে হাসফাঁস অবস্থা৷ সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি৷

[ আরও পড়ুন: ‘হারাতঙ্ক রোগে ভুগছেন’, প্রধানমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ মমতার]

নিচে যখন এমন অব্যবস্থার ছবি স্পষ্ট, তখন সভামঞ্চে বক্তৃতা দিতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কথা বলতে বলতে এমন গন্ডগোল তৈরি হওয়ায় আচমকাই মেজাজ হারান তিনি৷ তৃতীয় দফা নির্বাচনের আগে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে এসে তাঁকে এহেন গন্ডগোলও সামাল দিতে হবে কিনা, জেলার নেতানেত্রীদের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন মুখ্যমন্ত্রী৷ তড়িঘড়ি জেলার নেতানেত্রীদের পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশ দেন তিনি৷ তড়িঘড়ি বাড়তি জলের বোতল আনা হয়৷ সভামঞ্চের সামনের সারিতে বসা মহিলাদের তা দেওয়া হলে, পরিস্থিতি স্বাভাবিক হয়৷

Advertisement

[ আরও পড়ুন: ‘জেতার জন্য বাংলাদেশি এনে প্রচার’, ফিরদৌস-নূর প্রসঙ্গে কটাক্ষ মোদির]

এর আগে মুর্শিদাবাদের সভাতেও দলীয় কর্মী সমর্থকদের ভিড় বেশি থাকায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল৷ তবে ওইদিন যদিও ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু শনিবারের জনসভায় বিশৃঙ্খলার জেরে প্রায় ১২ মিনিট বক্তৃতা দেওয়া বন্ধ করে দেন মুখ্যমন্ত্রী৷

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement