Advertisement
Advertisement

মালদহে রাহুল গান্ধীর সভায় চরম বিশৃঙ্খলা, চেয়ার ছোঁড়াছুঁড়ি সমর্থকদের মধ্যে

জনসমাগমের তুলনায় মাঠ ছোট হওয়ায় অশান্তি৷

Chaos in Rahul Gandhi's Malda rally, supporters throw chairs
Published by: Sucheta Sengupta
  • Posted:March 23, 2019 3:14 pm
  • Updated:March 23, 2019 3:28 pm  

রাহুল চক্রবর্তী, মালদহ: লোকসভার আগে এরাজ্যে রাহুল গান্ধীর প্রচার সফর শুরু হওয়ার কথা ছিল মালদা থেকে৷ কিন্তু শনিবার মালদহের সেই সভা ঘিরে তুমুল বিশৃঙ্খলা৷ ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে অশান্তি চলে৷ তা নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম দশা পুলিশের৷ পরিস্থিতি এতটাই খারাপ যে প্রয়োজনে শেষ মুহূর্তে চাঁচলে কংগ্রেস সভাপতির সভা বাতিলও হতে পারে আশঙ্কা তৈরি হয়৷ ড্যামেজ কন্ট্রোলে নামতে দেখা যায় শীর্ষ প্রদেশ নেতাদের।

পরিত্যক্ত গাড়িতে রক্তের ছোপ ছোপ দাগ, চাঞল্য ভাঙড়ে

শনিবার দুপুর আড়াইটে নাগাদ চাঁচোলে জনসভায় যোগ দেওয়ার কথা ছিল রাহুল গান্ধীর৷ বিহারের পূর্ণিয়ায় সভা সেরে চাঁচোলের এই কর্মসূচি৷ সেইমতো আয়োজন করা হয়েছিল৷ আঁটসাঁট নিরাপত্তাও ছিল৷ সভার মাঠ এবং মঞ্চ ঘেরা ছিল এসপিজি, পুলিশ এবং নিরাপত্তাবাহিনীতে৷ কিন্তু এদিন সভা শুরুর অনেক আগে থেকেই মাঠে জমায়েত করতে থাকেন কংগ্রেস কর্মী, সমর্থকরা৷ জনসমাগমের তুলনায় মাঠটি ছোট হয়ে যায়৷ সকলেই মঞ্চের সামনে পৌঁছে যেতে চান৷ আগেভাগে পৌঁছে সামনের সারির চেয়ারে বসে দলের সভাপতির বক্তব্য শুনতে চান৷ তখন ঘড়িতে দুপুর প্রায় ১টা৷ আর তাতেই বাঁধে বিশৃঙ্খলা৷ শুরু হয় চেয়ার ছোঁড়াছুঁড়ি৷ নিজেদের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দলের কর্মী, সমর্থকরা৷ অশান্ত হয়ে ওঠে পরিবেশ৷ মঞ্চের সামনের সমস্ত ব্যারিকেড ভেঙে ফেলে এগোনোর চেষ্টা করেন৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও, ব্যর্থ হন৷

Advertisement

এগিয়ে আসছে নির্বাচন, চণ্ডীমায়ের মন্দিরে পুজো দিয়ে প্রচারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়

মঞ্চে উপস্থিত প্রদেশ কংগ্রেস শীর্ষ নেতৃত্বের তরফে বারবার সমর্থকদের শান্ত করার জন্য ঘোষণা করা হতে থাকে৷ সোমেন মিত্র, দীপা দাশমুন্সি-সহ একাধিক নেতা-নেত্রী সমর্থকদের ক্ষোভ দূর করার চেষ্টা করেন৷ কিন্তু কিছুতেই কাজ হয় না৷ ভিড়ের তুলনায় জায়গা কম হওয়াই এমন অশান্তির কারণ বলে মানছেন তাঁরাও৷ এমনিতে মালদহ কংগ্রেসের শক্ত ঘাঁটি৷ মালদহ উত্তর এবং মালদহ দক্ষিণ, এই দুই কেন্দ্রেই ২০১৪ সালের লোকসভা ভোটে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থীরা৷ এবছর অবশ্য ছবিটা একটু বদলেছে৷ উত্তর মালদহের জয়ী প্রার্থী তথা জেলা কংগ্রেসের অন্যতম জনপ্রিয়, ভরসাযোগ্য মুখ মৌসম বেনজির নূর দল ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে৷ তাতে বেশ খানিকটা মুষড়ে পড়েছিলেন কর্মী, সমর্থকরা৷ পরে অবশ্য দলের সভাপতির সভা করবেন, এই খবর পেয়েই কিছুটা চাঙ্গা হয়ে ওঠেন তাঁরা৷ কিন্তু তারই মধ্যে চাঁচোলে এধরনের বিশৃঙ্খলায় রীতিমতো অস্বস্তিতে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement