কল্যাণ চন্দ্র, বহরমপুর: আশঙ্কা ছিলই। সকাল থেকেই অশান্তির আবহে শুরু হল বহরমপুরের ভোট। বুথে কংগ্রেস এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ খাস বহরমপুর শহরে। সাতসকালে একটি পোলিং বুথে কংগ্রেস এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। শহরের রাস্তায় কার্যত একা ছোটাছুটি করতে দেখা গেল কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরিকে।
বহরমপুর, একসময়ের খাসতালুকে এবার কড়া চ্যালেঞ্জের মুখে অধীর চৌধুরি। প্রত্যাশামতোই নিজের গড় ধরে রাখতে মরিয়া অধীর। অন্যদিকে, তৃণমূলের জন্যও এই কেন্দ্রটি প্রেস্টিজ ফাইট। স্বাভাবিকভাবেই বহরমপুর কেন্দ্রে গন্ডগোলের আশঙ্কা ছিল। সেই আশঙ্কাকে সত্যি করে সকাল সকাল খাস বহরমপুর শহরে হিংসার অভিযোগ উঠল। বহরমপুর শহরের বিএড কলেজে এদিন সকাল সকাল উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বুথের ভিতরে কয়েকজন বহিরাগত প্রবেশ করে বুথ দখল করার চেষ্টা করে। সেই সঙ্গে কংগ্রেস এজেন্টকেও ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। খবর পেয়ে সকাল সাতটা বাজার আগেই কলেজে ছুটে যান কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি। কার্যত একাই তাঁকে শহরের রাস্তায় ছোটাছুটি করতে দেখা যায়। বহরমপুরের বিদায়ী সাংসদ নিজে বুথে এজেন্টকে ডেকে এনে বসান। কর্মীদের আশ্বস্ত করেন, “আমি আছি, চিন্তা নেই, চলে আয়।”
শুধু তাই নয়, এরপরেও গোটা শহরের বিভিন্ন বুথে নিজে গিয়ে এজেন্টদের বসিয়ে দিয়ে আসেন অধীর চৌধুরি। বিএড কলেজের ওই বুথের ভিতর থেকে একজন বহিরাগতকে গ্রেপ্তার করা হয়েছে। বহরমপুর শহরে সকাল থেকেই চাপা উত্তেজনার পরিবেশ। বিভিন্ন বুথের সামনে শাসক-বিরোধী দুই শিবিরের সমর্থকদেরই জটলা করতে দেখা গিয়েছে। এছাড়াও কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলেও হিংসা ছড়ানোর অভিযোগ উঠেছে। সেখানে কংগ্রেস এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্কের আবহ। কমিশনের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন বহরমপুরের কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী। বহরমপুরের সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকার কথা থাকলেও অনেক বুথেই তাদের দেখা মেলেনি বলে অভিযোগ। অন্যদিকে তৃণমূলের পালটা অভিযোগ, অধীর চৌধুরির সংগঠন তলানিতে। বুথে এজেন্ট জোগাড় করতে না পেরে শিরোনামে আসার চেষ্টা করছেন। উনি হারার ভয় পাচ্ছেন।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.