Advertisement
Advertisement

ভোটের ফল বেরনোর মুখে রাজ্যজুড়ে ফের অশান্তি

তিন সিপিএমকর্মীকে খুনের হুমকির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার ব্যাঁটরা থানা এলাকার নেতাজি সুভাষ রোড৷ অভিযোগের তির তৃণমূলের দিকে৷ যদিও জেলার সভাপতি অরূপ রায় জানান, তৃণমূল এই ঘটনার সঙ্গে যুক্ত নয়৷

chaos before election result
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 18, 2016 12:01 pm
  • Updated:May 18, 2016 12:02 pm  

সংবাদ প্রতিদিন ব্যুরো: নির্বাচনের ফল ঘোষণার ক’দিন আগে থেকেই উত্তপ্ত হতে শুরু করেছে জেলা৷ আরামবাগ থেকে হাওড়া, বহরমপুর থেকে বর্ধমান৷ তৃণমূল ও বিরোধী জোটের সংঘর্ষে অগ্নিগর্ভ বিভিন্ন এলাকা৷
সোমবার রাতে সিপিএম-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল হুগলির আরামবাগের মাধবপুর৷ সংঘর্ষে আহত হন ১৫ জন৷ গ্রেফতার দু’পক্ষের মোট আট জন৷ অভিযোগ, এলাকা দখলকে কেন্দ্র করেই সংঘর্ষ বাধে দু’পক্ষে৷ সিপিএমের অভিযোগ, সোমবার গভীর রাতে তৃণমূলকর্মীরা লাঠি, রড নিয়ে মারধর করে সাত সিপিএম কর্মীকে৷ তৃণমূল অভিযোগ নস্যাত্‍ করে বলে, অজয়পুরের বুথ সভাপতির বাড়িতে হামলা চালায় সিপিএম৷ এর জেরে আহত হন সাত তৃণমূলকর্মী৷
তিন সিপিএমকর্মীকে খুনের হুমকির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার ব্যাঁটরা থানা এলাকার নেতাজি সুভাষ রোড৷ অভিযোগের তির তৃণমূলের দিকে৷ যদিও জেলার সভাপতি অরূপ রায় জানান, তৃণমূল এই ঘটনার সঙ্গে যুক্ত নয়৷ তৃণমূল এই ধরনের ঘটনায় বিশ্বাস করে না৷ মঙ্গলবার ভোরে স্থানীয় বাসিন্দারা দেখতে পান, ২৪ নম্বর ওয়ার্ডের নেতাজি সুভাষ রোডের একটি ক্লাবের দেওয়ালে পোস্টার পড়েছে৷ মাওবাদী কায়দায় কালি দিয়ে লেখা পোস্টারে ক্লাবের তিন সদস্য শ্যামল হাজরা, বাচ্চু মুদি ও জীবন বিশ্বাসের খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ৷ পোস্টারে লেখা রয়েছে ‘১৯ থেকে ৩০ তারিখের মধ্যে ওই তিন সদস্যের মুণ্ড চাই৷’ রাতে ওখানে বোমাবাজি হয় বলেও অভিযোগ৷
বহরমপুরে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে৷ অভিযোগ, সোমবার গভীর রাতে বেলডাঙা মারুইবাজারে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর করে দুষ্কৃতীরা৷ অভিযোগের তির কংগ্রেসের দিকে৷
বর্ধমান ও ভাতারেও নির্বাচন পরবর্তী হিংসা অব্যাহত৷ তৃণমূল ও সিপিএমের দফায় দফায় সংঘর্ষে উত্তেজনা ছড়ায় বর্ধমানের সোনাপলাশি ও ভাতারের মোহনপুর গ্রামে৷ মঙ্গলবার সকালে মোহনপুরে সংঘর্ষে ব্যাপক বোমাবাজি ও গুলি চলে৷ আহত হন ১২ জন৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement