Advertisement
Advertisement

Breaking News

By poll election

বনগাঁ ও আসানসোলের দুটি ওয়ার্ডের উপনির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি, বহিরাগতদের এনে ভোট করানোর অভিযোগ

কার্যত হাতাহাতির মতো পরিস্থিতি তৈরি হয় বনগাঁয়।

Chaoas in Bangaon and asansol's By poll election | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 21, 2022 9:57 am
  • Updated:August 21, 2022 9:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ব্যুরো: রাজ্যের দুটি ওয়ার্ডের উপনির্বাচনেও (By Poll Elections) অশান্তি। ভোটগ্রহণ শুরুর পরই আসানসোলে বিজেপির পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে, বনগাঁয় একে অপরের বিরুদ্ধে বহিরাগতদের এনে ভোট করানোর অভিযোগ তুলেছে তৃণমূল বিজেপি উভয়েই।

গত পুরসভা ভোটে বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল (TMC) প্রার্থী দিলীপ দাস। কিন্তু শপথ গ্রহণের আগেই মৃত্যু হয় তাঁর। সেই কারণে রবিবার ওই ওয়ার্ডে চলছে উপনির্বাচন। রবিবার সকালে ভোট গ্রহণ শুরুর পরই বনগাঁ কবি কেশব লাল বিদ্যাপীঠের সামনে উত্তেজনার সৃষ্টি হয়। তৃণমূল প্রার্থী পাপাই রাহা দাবি করেন, বিজেপি পক্ষ থেকে বহিরাগতদের নিয়ে আসা হয়েছে। তাঁদের দিয়ে ভোট করানোর চেষ্টা করা হচ্ছে। পালটা তৃণমূলের বিরুদ্ধে বহিরাগতদের দিয়ে ভোট করানোর অভিযোগ তোলেন বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া। অভিযোগ পালটা অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। কার্যত হাতাহাতির মতো পরিস্থিতি তৈরি হয়। কুইক রেস্পন্স টিম গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

Advertisement

[আরও পড়ুন: বালি পাচারের অভিযোগে বরাত বাতিল, অনুব্রতর বিরুদ্ধে সরব ব্যবসায়ী নিজেই ‘অভিযুক্ত’!]

এদিকে আসানসোলের ৬ নম্বর ওয়ার্ডেও চলছে ভোট। পুরভোটে ওই আসনে জিতেছিলেন তৃণমূলের সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। মেয়র হন বিধান উপাধ্যায়। নিয়ম অনুযায়ী, তাঁকে কোনও আসনে জিতে আসতে হত। সেই কারণেই সঞ্জয় বন্দ্যোপাধ্যায় দলের নির্দেশে পদত্যাগ করেন। সেই আসনেই চলছে ভোট। তৃণমূলের প্রার্থী মেয়র বিধান উপাধ্যায়। ওই কেন্দ্রেও ভোটগ্রহণকে কেন্দ্র করেও অশান্তি ছড়িয়েছে। বিজেপির পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ভোট কেন্দ্রের বাইরে জমায়েতের খবরও মিলেছে। তবে পরিস্থিতি আয়ত্তেই রয়েছে বলে খবর।

[আরও পড়ুন: প্রেমিককে মেনে নেয়নি পরিবার, কিশোরীর অন্যত্র বিয়ের পরই উদ্ধার নাবালক যুগলের দেহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement