Advertisement
Advertisement

ইনজেকশনের ভয়ে তিনতলার কার্নিসে যুবক, হুলস্থুল কাণ্ড হাসপাতালে

দমকলকর্মীরা নামিয়ে আনেন ওই যুবককে। 

Chandannagar: patient refuses to take injection, goes to fooftop
Published by: Tanumoy Ghosal
  • Posted:September 7, 2018 9:19 pm
  • Updated:September 7, 2018 9:19 pm

দিব্যেন্দু মজুমদার, হুগলি: অসুখ করলে ওষুধ খেতে হবে। তাতে কোনও সমস্যা নেই। কিন্তু, ইনজেকশনে ভয় পান অনেকেই। এদিকে সবসময় আবার শুধু ওষুধে কাজ হয় না। রোগীর শারীরিক অবস্থা এমন হয়, যে ইনজেকশন না দিয়ে উপায়ও থাকে না চিকিৎসকদের। আর সেই ইনজেকশনের ভয়েই সোজা তিনতলার কার্নিসে উঠে পড়লেন এক রোগী! হুলস্থুল কাণ্ড চন্দননগর মহকুমা হাসপাতালে।

[মানসিক ভারসাম্যহীনের উপদ্রবে বিরক্ত প্রতিবেশীরা, গণপিটুনিতে যুবকের মৃত্যু]

Advertisement

রোগীর নাম রাকেশ পাসোয়ান। হুগলির ভদ্রেশ্বরের রেল আবাসনে থাকেন তিনি। পরিবারের লোকেরা জানিয়েছেন, মানসিকভাবে সুস্থ নন রাকেশ। তাঁর চিকিৎসা চলছে। বৃহস্পতিবার রাতে বাড়িতে আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি ওই যুবককে নিয়ে আসা হয় চন্দননগর মহকুমা হাসপাতালে। তাঁকে ইনজেকশন দেওয়ার সিদ্ধান্ত নেন কর্তব্যরত চিকিৎসকরা। কিন্তু ইনজেকশন নিতে হবে শুনেই হাসপাতালে থেকে পালিয়ে যান রাকেশ। চোখের নিমেষে তিনতলার কার্নিসে উঠে পড়েন তিনি। শোরগোল পড়ে যায় চন্দননগর মহকুমা হাসপাতালে। প্রথমে ওই যুবককে বুঝিয়ে-সুঝিয়ে নামানোর চেষ্টা করেন হাসপাতালের কর্মী ও চিকিৎসকরা। কিন্তু, তাতেও কোনও লাভ হয়নি। এদিকে রাকেশ মানসিকভাবেও সুস্থ নন। ফলে জোর করে নামাতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কাও ছিল। শেষে বাধ্য হয়েই দমকলে খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার গভীর রাতে চন্দননগর মহকুমা হাসপাতালে পৌঁছান দমকল কর্মীরা। তিনতলার কার্নিস থেকে নামিয়ে আনা হয় রাকেশ পাসোয়ানকে। বহু সাধ্য-সাধনার পর ইনজেকশনে নিতে রাজি হন তিনি। কিছুটা সুস্থ হওয়ার পর রাকেশকে নিয়ে বাড়ি চলে যান পরিবারের লোকেরা।    

[ভিড়ে ঠাসা দিঘার সৈকতে ডলফিনের দেহ, সেলফি তোলার হিড়িক পর্যটকদের ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement