Advertisement
Advertisement
Chandannagar

শেষ চারদিনের লড়াই, এসএসকেএমে মৃত্যু ডেঙ্গু আক্রান্ত চিকিৎসকের

শনিবার তাঁকে এসএসকেএম হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

Chandannagar doctor died in SSKM hospital

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:December 3, 2024 8:01 pm
  • Updated:December 3, 2024 8:01 pm  

সুমন করাতি, হুগলি: এসএসকেএম হাসপাতালে মৃত্যু হল এক ডেঙ্গু আক্রান্ত চিকিৎসকের। মঙ্গলবার ভোররাতে মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। গত শনিবার তাঁকে এসএসকেএম হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তবে শেষরক্ষা হয়নি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম স্বাতী দে। বয়স ৪৭ বছর। তিনি চন্দননগরের ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। স্বাতীদেবী চিকিৎসক হিসাবে চন্দননগর হাসপাতালেই কর্মরত ছিলেন। স্বামী সুস্নাত দে’ও চিকিৎসক। তিনি কোচবিহার হাসপাতালে কর্মরত। গত ২৪ নভেম্বর থেকে জ্বরে আক্রান্ত ছিলেন স্বাতী দেবী। তাঁকে প্রথমে চন্দননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিন ভোররাতে তাঁর মৃত্যু হয়।

Advertisement

প্রতিবেশী স্বপনকুমার ঘোষ বলেন, “চন্দননগর হাসপাতালে কর্মরত ছিলেন স্বাতী। হাসপাতাল থেকেই ডেঙ্গু হয়েছিল। আজ মৃত্যু সংবাদ পাই।” ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ সেনের কথায়, “কয়েকদিন ধরেই উনি আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ছিলেন। আমরা খুব উদ্বেগে ছিলাম। খুবই দুঃখজনক ঘটনা। চন্দননগরে এমনিতে ডেঙ্গুর প্রকোপ কম। আমার ওয়ার্ডে কোনও ডেঙ্গু আক্রান্ত রোগী নেই। তবুও এলাকার মানুষের কাছে আবেদন, ডেঙ্গু মশা থেকে বাঁচার জন্য সচেতন থাকতে হবে।” হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলি কর চিকিৎসকের মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়িতে গিয়েছিলেন। চন্দননগর হাসপাতালেও যান তিনি। সেখান থেকে বেরিয়ে মুখ্য স্বাস্থ্য অধিকারিক জানান, “অঙ্গ বিকল হয়ে চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন। একজন ভালো চিকিৎসককে হারালাম আমরা।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement