সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : আজ রবিবার বিক্ষিপ্ত বৃষ্টিরপাতের পূর্বাভাস দিল হাওয়া অফিস। সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা। তার জেরেই কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বলে জানাল আবহাওয়া দফতর। কলকাতা ও সংলগ্ন দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে।
[যোগী আদিত্যনাথ সম্পর্কে এই ১০টি তথ্য জানেন কি?]
শনিবারও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও এদিন উত্তরবঙ্গের কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়েছে৷ যেহেতু নিম্নচাপ অক্ষরেখার কারণে এই সম্ভাবনা, তাই এক টানা নয়, হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। এদিকে মার্চ মাস পড়ে গেলেও এখনও কালবৈশাখীর কোনও সম্ভাবনাই দেখা যাচ্ছে না বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।
আবহাওয়াবিদরা বলছেন, মার্চে সাধারণত দু’টি কালবৈশাখী হয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে৷ কিন্তু এখনও পর্যন্ত একটিরও দেখা মেলেনি। কারণ হিসাবে বলা হচ্ছে, ভূমধ্যসাগরীয় অঞ্চলে আবহাওয়ার চরিত্রগত পরিবর্তনের প্রভাব৷ যেমন উত্তর ভারতে শীতের বিদায় পিছিয়ে গিয়েছে৷ ফলে মার্চেও তেমন উষ্ণ হয়নি দক্ষিণবঙ্গ৷ দু-একদিন বাদ দিলে বেশিরভাগ দিনই তাপমাত্রা ঘোরাফেরা করেছে স্বাভাবিকের আশপাশে৷