Advertisement
Advertisement

Breaking News

Panihati

গৃহীত হবে ‘মুখ্যমন্ত্রীর নির্দেশ’ লেখা ইস্তফা? জলঘোলার মাঝেই বৈঠকের ডাক পানিহাটির মলয় রায়ের

চেয়ারম্যানের ইস্তফার পক্ষে মত দিতে পারেন ৩৩ জন তৃণমূল কাউন্সিলরই।

Chairman of Panihati municipality who submitted resignation letter calls the councilors for meeting on March 17
Published by: Sucheta Sengupta
  • Posted:March 15, 2025 9:45 pm
  • Updated:March 15, 2025 9:48 pm  

অর্ণব দাস, বারাকপুর: পদত্যাগপত্রে ‘মুখ্যমন্ত্রীর নির্দেশ’ লেখা ইস্তফা কি গৃহীত হবে? তা নিয়ে বিতর্কের আবহে সোমবার পানিহাটি পুরসভার কাউন্সিলরদের নিয়ে বোর্ড অফ কাউন্সিলরের বৈঠক ডাকলেন ইস্তফা দেওয়া চেয়ারম্যান মলয় রায়। ওইদিন পুরসভায় দুপুর ১২টায় এই বৈঠক হবে। এনিয়ে ইতিমধ্যেই ৩৫ জন কাউন্সিলরকে বৈঠকের চিঠি দেওয়া হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।

প্রসঙ্গত, ইস্তফাপত্রে মুখ্যমন্ত্রীর নির্দেশে পদত্যাগ লেখা নিয়ে বিতর্কর মাঝেই পদত্যাগ গ্রহণ হবে কি না তা নিয়ে ‘খেলা হবে’ মন্তব্য করে জলঘোলা করেছিলেন মলয় রায়। নিয়ম অনুযায়ী, আগামী সোমবার ডাকা বোর্ড অফ কাউন্সিলরের বৈঠকে সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর সহমত হলেই চেয়ারম্যানের পদত্যাগ গ্রহণ হওয়ার কথা। সেই বৈঠকে গোপন ব্যালটে ভোটের জল্পনা উসকে দিয়েছেন মলয়বাবু। যদিও, বোর্ড অফ কাউন্সিলের বৈঠকে চেয়ারম্যান পদ থেকে মলয় রায়ের ইস্তফা নিয়ে জটিলতার বদলে সহজেই পদত্যাগপত্র গৃহীত হবে বলে মনে করা হচ্ছে। কারণ, মুখ্যমন্ত্রীর নির্দেশে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তাঁকে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে বলেছেন, সেই বিষয়টি সকলের জানা। এই কারণে কোনও কাউন্সিলরই চেয়ারম্যানের পদত্যাগের বিরোধিতা করবেন না সম্ভবত। বিরোধিতা করা মানে সরাসরি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করা, তা বুঝেছেন সকলে।

Advertisement

দলীয় স্তরে পানিহাটি পুরসভার ৩৫ জন কাউন্সিলরের মধ্যে, ৩৩জন তৃণমূলের কাউন্সিলরের কাছেই এই বার্তা পৌঁছেছে বলেই সূত্রের খবর। তাই তৃণমূলের সকল কাউন্সিলরই বোর্ড অফ কাউন্সিলের বৈঠকে উপস্থিত হয়ে মলয় রায়ের পদত্যাগের পক্ষে সহমত জানাবেন। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement