আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: বিগত কয়েকদিনে কাটমানি ইস্যুতে বারবার উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য-রাজনীতি। কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে পুরপ্রধান, কাউন্সিলর থেকে বড় বড় নেতাদের বিরুদ্ধে। টাকা ফেরতের দাবিতে সোচ্চারও হয়েছেন অনেকেই। চাপে পড়ে টাকা ফেরতও দিয়েছেন কেউ কেউ। এবার কাটমানি ফেরতের দাবিতে পুরপ্রধান ও কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার পড়ল বারাকপুর এলাকায়। পুরপ্রধানের অভিযোগ, গোটা ঘটনাটি বিজেপির চক্রান্ত।
এ প্রসঙ্গে উত্তম দাস জানান, “এই ঘটনা নতুন নয়, বেশ কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় পোস্টার পড়ছে। আমার বাড়ির কাছে কিছু হয়নি। তবে বারাকপুরের বিভিন্ন এলাকায় এধরনের পোস্টার পড়েছে।”
জানা গিয়েছে, বেশ কয়েকদিন আগে থেকেই কাটমানি ফেরতের দাবি জানিয়ে বারাকপুর পুরসভার কাউন্সিলরদের বিরুদ্ধে পোস্টার পড়ে বারাকপুর এলাকায়। এমনকী পুরপ্রধান উত্তম দাসের বিরুদ্ধেও পোস্টার পড়ে। দাবি জানানো হয়, অবিলম্বে টাকা ফেরত দিতে হবে। এই নিয়ে বিক্ষোভ, আন্দোলনও চলে। বৃহস্পতিবার ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে বারাকপুরে। জানা গিয়েছে, এদিন পুরপ্রধানের বাড়ি সংলগ্ন এলাকায় নচিকেতার ‘কাটমানি’ গানটি ব্যবহার করে পোস্টার নজরে পড়ে স্থানীয়দের। সেখানে টাকা ফেরতের দাবিও জানানো হয়। যদিও আশেপাশের এলাকার কাউন্সিলরদের বিরুদ্ধে পোস্টার পড়লেও তাঁর বাড়ি সংলগ্ন এলাকায় পোস্টার পড়েনি বলেই জানিয়েছেন বারাকপুরের পুরপ্রধান উত্তম দাস।
এ প্রসঙ্গে উত্তম দাস জানান, “এই ঘটনা নতুন নয়, বেশ কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় পোস্টার পড়ছে। আমার বাড়ির কাছে কিছু হয়নি। তবে আমার আশেপাশের বিভিন্ন এলাকায় এধরণের পোস্টার পড়েছে।” তিনি স্পষ্টভাবে বলেন, “বিজেপি চক্রান্ত করে এসব করছে। আমরা এতে ভয় পাই না। ওদের যা করার আছে করুক।” প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী কাটমানি ফেরতের নির্দেশ দেওয়ার পর থেকেই কাটমানি ফেরতের দাবিতে সোচ্চার হয়েছেন রাজ্যের মানুষ। অধিকাংশ ক্ষেত্রেই কাটমানি ফেরতের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বিজেপি। তৃণমূলের অভিযোগ, সবক্ষেত্রেই শাসকদলকে কাঠগড়ায় দাঁড় করাতেই এসব করছে বিজেপি।
বিজেপি চক্রান্ত করে এসব করছে। আমরা এতে ভয় পাই না। ওদের যা করার আছে করুক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.