Advertisement
Advertisement

Breaking News

চেনম্যান

খুনের পর মৃতের উপর যৌন নির্যাতন! চেনম্যানকে জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য

খুনের কারণ নিয়ে ধোঁয়াশায় তদন্তকারীরা।

chainman arrested, police still puzzled about motive of killing
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 3, 2019 7:34 pm
  • Updated:June 3, 2019 7:43 pm  

রিন্টু ব্রহ্ম, কালনা: অবশেষে পুলিশের জালে ধরা পরেছে ‘চেনম্যান’। কিন্তু একের পর এক খুনের পিছনে মোটিভ কী? তা ভাবাচ্ছে তদন্তকারীদের। তদন্তে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। যা আরও জটিল করে দিচ্ছে গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়াকে। কেন খুন? কিছুতেই সেই সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না তদন্তকারীরা।

 [আরও পড়ুন: বিশ্ব বাংলার ‘ব’ বদলে রাতারাতি হল ‘রাম’, তীব্র উত্তেজনা কাঁকিনাড়ায়]

পুলিশ সূত্রে খবর, এক সময়ে প্রেমে ধাক্কা খেয়েছিল ধৃত চেনম্যান কামরুজ্জামান। সেই থেকে মেয়েদের প্রতি বিদ্বেষ তৈরি হয় তাঁর মনে। সেই কারণেই কি একের পর এক খুন? সন্দেহ হলেও স্থির সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না তদন্তকারীরা। কারণ, নারীবিদ্বেষী মনোভাবই যদি কারণ হয়ে থাকে, তবে কেন বিয়ে করল কামরুজ্জামান? এমনকী তিন সন্তানও রয়েছে তার।

Advertisement

তদন্তে জানা গিয়েছে, শেষ তিনটি খুনের পর মৃতদেহের উপর শারীরিক নির্যাতন চালায় অভিযুক্ত চেনম্যান। অভিযোগ, মৃতের গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে অত্যাচার করে অভিযুক্ত। বিষয়টি প্রকাশ্যে আসার পর তদন্তকারীদের মনে হয়েছিল, যৌন লালসা থেকেই এই ধরনের ঘটনা। কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন, কেন শুধুমাত্র শেষ তিনজনের সঙ্গে এই নারকীয় অত্যাচার চালালো অভিযুক্ত? আবার কখনও তদন্তকারীদের মনে হয়েছে, লুটপাটের উদ্দেশ্যেই এই ঘটনা। সেক্ষেত্রে প্রশ্ন, যদি তাই কারণ হয় তবে কেন বেছে বেছে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত মহিলাদেরই আক্রমণ করত কামরুজ্জামান? এই সব প্রশ্নের উত্তরের খুঁজতেই এখন হয়রান হচ্ছেন তদন্তকারীরা। মনোবিদদের একাংশের মতে, মৃতদেহের সঙ্গে যৌনতা আসলে একটি মানসিক বিকার৷ মনোবিজ্ঞানের ভাষায় যা ‘নেক্রোফিলিয়া’ নামে পরিচিত৷ এধরনের প্রবণতা যাদের মধ্যে থাকে, তাদের বলা হয় ‘নেক্রোফিলিক’৷ 

[আরও পড়ুন:‘আমার ভালবাসার দাম দাও’, প্ল্যাকার্ড হাতে প্রেমিকার বাড়ির সামনে ধরনায় যুবক]

প্রসঙ্গত, কয়েকবছর ধরেই গলায় চেনের ফাঁস দিয়ে ও মাথায় আঘাত করে একাধিক মহিলাকে খুন করা হয়েছিল বর্ধমানের বিভিন্ন এলাকায়। সেই ঘটনার জট খোলে রবিবার। এদিন ‘সিরিয়াল কিলিং’য়ের নাটের গুরু ‘চেন কিলার’কে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্যও পান তদন্তকারীরা। সেই তথ্যের ভিত্তিতেই খুনের কারণ খুঁজছেন তাঁরা।          

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement