রিন্টু ব্রহ্ম, কালনা: ভোটের মুখে ফের ‘চেন কিলার’-এর দৌরাত্ম্য কালনায়। মিটার দেখার নাম করে এক গৃহবধূর গলায় চেন পেঁচিয়ে হামলা চালাল এক দুষ্কৃতী। কোনওমতে রক্ষা পেয়েছেন তিনি। হাসপাতালে ভরতি ওই গৃহবধূ। কালনা থানায় অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকেরা।
[ আরও পড়ুন: জঙ্গি সন্দেহে মহারাষ্ট্রে গ্রেপ্তার নদিয়ার যুবক, হতবাক গোটা গ্রাম]
আক্রান্তের নাম ইতি হাওলাদার। বাড়ি, কালনার ধর্মডাঙা এলাকায়। স্বামী ও শ্বশুর কাজে বেরিয়েছিলেন, রবিবার দুপুরে বাড়িতে একাই ছিলেন তিনি। ইতি হাওলাদার জানিয়েছেন, দুপুরে যখন তিনি খাচ্ছিলেন, তখন বাড়িতে আসে এক ব্যক্তি। সে বলে, মিটার দেখতে এসেছে। আক্রান্তের দাবি, ওই ব্যক্তি বাইকে চেপে এসেছিল এবং তার হাতে একটি চেন ছিল। ঘরে ঢুকে আচমকাই ইতির উপর চড়াও হয় সে। গলায় চেন পেঁচিয়ে মাটিতে ফেলে দেয় ওই গৃহবধূকে। বছর ঊনিশের ওই গৃহবধূ জানিয়েছেন, ‘প্রাণে বাঁচতে মৃতের অভিনয় করি। মরে গিয়েছি ভেবে আমার ছেড়ে দেয় হামলাকারী। চিৎকার শুনে লোকজন ছুটে এলে পালিয়ে যায় সে।’ ঘটনায় জেরে আতঙ্কে ইতি হাওলাদার ও তাঁর পরিবারের লোকেরা। তদন্তে নেমেছে কালনা থানার পুলিশ।
গত জানুয়ারি মাসে কালনায় একই কায়দার গলার চেনের ফাঁস লাগিয়ে খুন করা হয় এক মহিলাকে। ২০১৩ সালে তিনটি পৃথক ঘটনায় মারা গিয়েছিলেন দু’জন মহিলা। কোনওরকমে প্রাণে বেঁচে গিয়েছিলেন একজন। তদন্তকারীরা জানিয়েছেন, গত ছ’বছরে গলায় চেন পেঁচিয়ে একই কায়দায় হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। কালনায় এই ‘চেন কিলার’-এর রহস্যভেদে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে অভিযুক্তদের স্কেচও আঁকা হয়েছে। কিন্তু, এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
ছবি: মোহন সাহা
[ আরও পড়ুন: সম্প্রীতির নজির, মসজিদে মাইক বাজিয়ে হিন্দুর দেহ সৎকারের আরজি মুসলিমদের]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.