রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রানিগঞ্জের পর গোষ্ঠী সংঘর্ষে অশান্তি ছড়িয়েছে আসানসোলেও। শহরের পরিস্থিতি রীতিমতো থমথমে। বৃহস্পতিবার আবার বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে নিজের নির্বাচনী এলাকা যেতে বাধা দেয় পুলিশ। তা নিয়ে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন সাংসদ। পরিস্থিতি খতিয়ে দেখতে এবার আসানসোলে চার সদস্যের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। জানা গিয়েছে, রবিবার কলকাতায় পৌঁছবেন প্রতিনিধি দলের সদস্যরা। কলকাতা থেকে আসানসোলে যাবেন তাঁরা। সাংসদ ওমপ্রকাশ মাথুরের নেতৃত্বাধীন ৪ সদস্যের প্রতিনিধি দলে থাকবেন স্মৃতি ইরানি ও রূপা গঙ্গোপাধ্যায়ও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট দেবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। রানিগঞ্জে হিংসার ঘটনা নিয়েও রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্র।
[রানিগঞ্জের ঘা না শুকোতেই গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র আসানসোল]
বুধবার সকালে রেলপাড় এলাকায় বিচ্ছিন্নভাবে হিংসার ঘটে। উত্তেজনা ছড়িয়ে পড়ে আসানসোল শহরে। দুপুরের দিকে পরিস্থিতি আরও ঘোরাল হয়ে ওঠে। আসানসোল স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া মহুয়াডাঙাল, ওকে রোড, শ্রীনগর, রামকৃষ্ণ ডাঙাল এলাকায় বেশ কয়েকটি ঝুপড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। শুরু হয়ে যায় ইটবৃষ্টি। আক্রান্ত হন বেশ কয়েকজন পুলিশকর্মী। আতঙ্ক ছড়াতে সময় লাগেনি। বন্ধ হয়ে যায় দোকানপাট, বাস চলাচল। কার্যত বনধের চেহারা নেয় শিল্পশহর আসানসোল। পরিস্থিতি এখনও বেশ থমথমে। বৃহস্পতিবার আবার আসানসোলে যাওয়ার চেষ্টা করেন স্থানীয় সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। কল্যাণপুরে প্রথমে তাঁর পথ আটকান স্থানীয় বাসিন্দারাই। পরে বাধা দেয় পুলিশও। এই নিয়ে পুলিশের সাংসদের তুমুল বাগ-বিতণ্ডা হয়। পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ দায়ের করেছেন বাবুল। এই পরিস্থিতিতে আসানসোলে চার সদস্যের প্রতিনিধি দল পাঠাতে চলেছে কেন্দ্র। পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট দেবে প্রতিনিধি দলের সদস্যরা।
[বাবুলকে আসানসোলে ঢুকতে পুলিশের বাধা, পালটা পুলিশকর্তাকে হেনস্তার অভিযোগ]
কবে আসবে প্রতিনিধি? প্রতিনিধি দলের কারা থাকবেন? জানা গিয়েছে, কেন্দ্রীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিজেপি সাংসদ ওমপ্রকাশ মাথুর। প্রতিনিধি দলে থাকবেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি ও এ রাজ্যের বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। রবিবার কলকাতায় পৌঁছবে কেন্দ্রীয় প্রতিনিধি। কলকাতা থেকে আসানসোল যাবেন প্রতিনিধি দলের সদস্যরা।
[ পরিবারের ইচ্ছা, কোয়েম্বাটোরে নিয়ে যাওয়া হচ্ছে আসানসোলের জখম ডিসিকে]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.