সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্র থেকে প্রাপ্য বকেয়ার গোনা টাকার শেষ কিস্তি হাতে এল রাজ্যের। আর্থিক সাহায্যের আবেদন মিটল না এবারও। ছ’মাসের কিস্তিতে প্রতি মাসে গড়ে ৪১৭ কোটির একটু বেশি টাকা পেয়েছে পশ্চিমবঙ্গ-সহ মোট ১৪ রাজ্য। এই মাসেই ছিল শেষ কিস্তি। শুক্রবার সকালে টুইটারে একথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Niramala Sitharaman)। কোভিড পরিস্থিতিতে এপ্রিল মাস থেকে ৬ মাস পর্যন্ত এই টাকা পাচ্ছে রাজ্য। শুধু পশ্চিমবঙ্গই নয়, মোট ১৪ টি রাজ্যের জন্য প্রায় ৬,২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
Govt on September 10 released Rs 6,195.08 crore to 14 states as sixth equated monthly instalment of Post Devolution Revenue Deficit Grant as recommended by 15th Finance Commission. This would provide them additional resources during Corona crisis: Office of FM Nirmala Sitharaman pic.twitter.com/dPs0iFmKlI
— ANI (@ANI) September 11, 2020
কেন্দ্র বকেয়া মেটাচ্ছে না, এমনকী মহামারীর সংকটকালেও সেই টাকা পাওয়া যাচ্ছে না। বারবার এই অভিযোগে সরব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকার। যতবারই এই বিষয়টি দিল্লির দরবারে হাজির করার সুযোগ পেয়েছেন মুখ্যমন্ত্রী, ততবারই তা নিয়ে সোচ্চার হয়েছেন। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কোভিড পরিস্থিতি আলোচনার সময়েও এই প্রাপ্য মিটিয়ে দেওয়ার আবেদন রেখেছেন তিনি।
তবে গত মে মাসে মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশকে মান্যতা দিয়ে এই টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছিলেন। নির্মলা সীতারমণ জানান, কোভিড পরিস্থিতিতে রাজস্ব কম আদায়ের জন্য রাজ্যগুলিতে যে আর্থিক ঘাটতি হচ্ছে, তা কিছুটা পুষিয়ে দিতেই এই অর্থ মঞ্জুর করা হল। সহজ কিস্তিতে ৬ মাস টাকা দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ প্রতি মাসে ৪১৭ কোটির একটু বেশি টাকা পেয়েছে। সবচেয়ে বেশি টাকা পেয়েছে বামশাসিত রাজ্য কেরল। মাসে ১২৭৬ কোটি টাকা।
পশ্চিমবঙ্গ যদিও সংকটকালে কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছিল। সেই আবেদন মেটেনি এবারও। এরই মাঝে জিএসটি’র (GST) প্রাপ্য টাকা নিয়েও নতুন করে সংঘাতে জড়িয়েছে কেন্দ্র-রাজ্য। করোনা আবহে কম জিএসটি আদায় হওয়ার পর নির্মলা সীতারমণের পরামর্শ ছিল, রাজ্যগুলো প্রয়োজনে কেন্দ্রের থেকে ধার করুক। এর বিরোধিতা করে বেশ কয়েকটি রাজ্য। এ রাজ্যের অর্থমন্ত্রী তথা GST কাউন্সিলের অন্যতম পরামর্শদাতা অমিত মিত্রর বক্তব্য ছিল, কেন্দ্র বরং ব্যাংকের কাছ থেকে ধার করে রাজ্যের পাওনা মিটিয়ে দিক। সেই দ্বন্দ্ব অবশ্য রয়েই গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.