Advertisement
Advertisement
Mamata Banerjee

১০০ দিনের কাজের টাকায় ‘বঞ্চনা’, ব্লকে ব্লকে ২ দিনের প্রতিবাদ কর্মসূচি বেঁধে দিলেন মমতা

দলের সমস্ত সংগঠন একত্রে এই প্রতিবাদে শামিল হবে।

Centre not sanctioned '100 day work' fund, TMC Supremo Mamata Banerjee asks two day protest demonstration on every block | Sangbad Pratidin

ছবি: উদয়ন গুহরায়।

Published by: Sucheta Sengupta
  • Posted:May 29, 2022 6:29 pm
  • Updated:May 29, 2022 8:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০০ দিনের কাজের টাকা নিয়ে বঞ্চনার অভিযোগে আগে বহুবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার তার প্রতিবাদে তিনি দলীয় কর্মসূচি বেঁধে দিলেন। রবিবার দুর্গাপুরে (Durgapur) পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, ”ব্লক, টিএমসিপি, যুব তৃণমূল, মহিলা সংগঠন, খেতমজুর, সংখ্যালঘু, আদিবাসী সংগঠন, তফসিলি সেল – সবাই একসঙ্গে ৫, ৬ জুন বুথে বুথে, ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করবে। কেন ১০০ দিনের টাকা পাচ্ছে না বাংলার শ্রমিক, বিজেপি জবাব দাও, প্রধানমন্ত্রী জবাব দাও – এই ভাষায় প্রতিবাদ করা হোক।” 

ছবি: উদয়ন গুহরায়।

সোমবার পুরুলিয়ায় (Purulia) প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর।  তারপর বাঁকুড়ায় জোড়া বৈঠক। আবহাওয়া খারাপ হওয়ায় রবিবারই তিনি সড়কপথে দুর্গাপুর (Durgapur) পৌঁছে গিয়েছেন। সেখান থেকে কিছুটা কপ্টারে, কিছুটা সড়কপথে যাবেন পুরুলিয়ায়। দুর্গাপুর পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কর্মসূচির কথা নিজেই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই বলেন, ”আমি এই মুহূর্তে কোনও সরকারি কর্মসূচিতে নেই। তাই জানাচ্ছি, কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না, অথচ প্রাপ্য। নিয়ম অনুযায়ী, ১৫ দিনের মধ্যে পাওয়ার কথা। কিন্তু ৫ মাস ধরে টাকা দিচ্ছে না। এটা নোংরা রাজনীতির খেলা হচ্ছে।”

Advertisement

[আরও পড়ুন: ‘সীমারেখা কে লঙ্ঘন করছে, মানুষই দেখছেন’, রাজ্যপালকে পালটা জবাব অভিষেকের]

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় এই বঞ্চনার প্রতিবাদে দলীয় কর্মসূচি বেঁধে দিলেন। বললেন, ”আমাদের দলের ব্লক স্তরে, বুথ স্তরে ছাত্র সংগঠন, যুব সংগঠন, মহিলা, খেতমজুর, তপশিলি জাতি-উপজাতি, অনগ্রসর শ্রেণি, সংখ্যালঘু সেল সবাই একযোগে প্রতিবাদ মিছিল করবে আগামী ৫ ও ৬ জুন। ১০০ দিনের টাকা কেন পাচ্ছে না বাংলার শ্রমিকরা, প্রধানমন্ত্রী জবাব দাও – এই দাবি উঠবে মিছিল থেকে। সব ব্লকে ব্লকে, বুথে বুথে আমি করতে বলছি।”

[আরও পড়ুন: গুমনামী বাবাই নেতাজি! নিরপেক্ষ তদন্ত চেয়ে পরিবারের একাংশের চিঠি মোদিকে]

প্রসঙ্গত, ১০০ দিনের কাজে দেশের মধ্যে সবচেয়ে ভাল পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছে বাংলা। তারপরও কেন্দ্রের তরফে প্রাপ্য টাকা সময়মতো না পাওয়ায় মুখ্যমন্ত্রী নিজে চিঠি পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদিকে। আবেদন জানিয়েছিলেন, যত দ্রুত টাকা মিটিয়ে দেওয়া যায়, তত ভাল। তবে তাতেও সুরাহা না হওয়ায় প্রতিবাদে পথে নামছে রাজ্যের শাসকদল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement