নব্যেন্দু হাজরা: কোভিড (COVID-19) কালে দারুণ চিকিৎসা পরিষেবা দিয়ে কেন্দ্রীয় স্তরে প্রশংসিত হয়েছিল এ রাজ্যের সরকারি হাসপাতালগুলি। কোন রাজ্যে কোভিড চিকিৎসা কেমন চলছে, তা দেখতে এসে বেলেঘাটা আইডি হাসপাতালের (Beleghata ID) পরিকাঠামোর প্রশংসা না করে পারেননি কেন্দ্রের প্রতিনিধিরা। দিল্লি গিয়ে সার্টিফিকেটও দিয়েছিলেন তাঁরা। তিন বছর পর, করোনা পরবর্তী সময়ে ফের বাংলার শহরাঞ্চলের স্বাস্থ্য পরিষেবার প্রশংসা করল কেন্দ্র। সম্প্রতি এখানকার শহর এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা-সহ একাধিক বিষয় পরিদর্শনে এসেছিলেন কেন্দ্রের প্রতিনিধিরা। তাঁদের বিচারে বাংলার তিনটি স্বাস্থ্যকেন্দ্র সেরার তকমা পেয়েছে। হুগলির চন্দননগর (Chandannagar), মালদহের ইংরেজবাজার এবং বাঁকুড়ার তিন স্বাস্থ্যকেন্দ্র প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে। তাদের পুরস্কৃত করা হবে বলে খবর এসেছে দিল্লি (Delhi)থেকে। এই সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত সংশ্লিষ্ট মহল।
কেন্দ্রীয় প্রতিনিধিদলের দেওয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, শহরাঞ্চলের স্বাস্থ্য পরিষেবার (UPHC) মানে ১ নম্বরে রয়েছে চন্দননগরের স্বাস্থ্যকেন্দ্র। যে যে বিষয়ের উপর ভিত্তি করে মান নির্ধারণ করা হয়েছে, তার সব ক’টিই পূরণ করেছে এই স্বাস্থ্যকেন্দ্রটি। ৮৯.৮ শতাংশ নম্বর দিয়েছেন কেন্দ্রের প্রতিনিধিরা। দ্বিতীয় স্থানে বাঁকুড়ার (Bankura) স্বাস্থ্যকেন্দ্র, তার স্কোর ৮৯.৭ শতাংশ। আর তৃতীয় স্থানে ইংরেজবাজারের (English Bazar) স্বাস্থ্যকেন্দ্র, স্কোর ৮০.৪ শতাংশ। এই স্বাস্থ্যকেন্দ্রগুলি পুরসভার অধীনস্ত।
এনিয়ে চন্দননগরের পুরেনিগমের মেয়র পারিষদ (স্বাস্থ্য) শুভজিৎ সাউ বলেন, ”এটা খুবই গর্বের বিষয়। গোটা বাংলার মধ্যে আমাদের স্বাস্থ্যকেন্দ্রটি প্রথম হয়েছে দিল্লির প্রতিনিধিদের বিচারের নিরিখে। আমরা চেষ্টা করব, পরিষেবা যাতে আরও উন্নত করা যায়।” জানা গিয়েছে, এই তিনটি স্বাস্থ্যকেন্দ্রকে ‘কোয়ালিটি সার্টিফিকেট’ দেওয়া হয়েছে। তুলে দেওয়া হবে পুরস্কারও। কেন্দ্রের পরিদর্শক দল জানিয়েছে, এই তিনটি স্বাস্থ্যকেন্দ্রকে মডেল করে এগোক বাকি স্বাস্থ্যকেন্দ্রগুলি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.