Advertisement
Advertisement

কেন্দ্রের বঞ্চনা, তবু গ্রামের উন্নতিতে রাজ্যের বরাদ্দবৃদ্ধি অনেকটাই

“কেন্দ্র গ্রিসকে দশ বিলিয়ন ডলার ঋণ দিতে পারে, পশ্চিমবঙ্গকে দেবে না? ঋণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ, কেরল, পাঞ্জাবের মতো অন্য আরও রাজ্য অন্তর্ভুক্ত হচ্ছে৷”

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 25, 2016 11:10 am
  • Updated:June 5, 2023 7:16 pm  

স্টাফ রিপোর্টার: গ্রামের উন্নতির কথা মাথায় রেখে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, জনস্বাস্থ্য কারিগরি দফতরের বরাদ্দ অনেকটাই বাড়ল রাজ্য বাজেটে৷ একশো দিনের প্রকল্প বা আইসিডিএস-এর মতো বহু ক্ষেত্রে কেন্দ্র বরাদ্দ উঠিয়ে নিয়েছে বা বরাদ্দ কমিয়েছে৷ কিন্তু এইসব প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হন৷ তাই পঞ্চায়েতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অমিত মিত্র বরাদ্দ করেছেন দশ হাজার ৬৫২ কোটি টাকার বেশি৷ গত আর্থিক বর্ষে এই প্রস্তাব ছিল ৮৫৮০ কোটি টাকা৷ যদিও সংশোধিত বাজেটে সেই পরিমাণ ছিল ১৫৩৬১ কোটি টাকা৷ অন্যদিকে, জনস্বাস্থ্য কারিগরি দফতরের মূল কাজ গ্রামে পানীয় জলের জোগান দেওয়া৷ ওই দফতরে বরাদ্দ ১৬৩০ কোটি টাকা৷ গত আর্থিক বছরে বরাদ্দ ছিল ১৪৭০ কোটি টাকা৷ গ্রামের সেইসব প্রকল্প শেষ করতেই বরাদ্দ বাড়িয়েছেন মমতা৷

দুই দফতরের দায়িত্বে সুব্রত মুখোপাধ্যায়৷ অমিত মিত্রের পাশে বসে সাংবাদিক সম্মেলনে সুব্রতবাবু বলেন, “বাস্তবের সঙ্গে সংগতি রেখে বাজেট হয়েছে৷” আরও দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও শোভনদেব চট্টোপাধ্যায় বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় বলেন, “এই আর্থিক অবস্থায় এর থেকে ভাল বাজেট হতে পারত না৷ হতদরিদ্রের মানোন্নয়ন স্পষ্ট ছবি৷” অন্যদিকে, দফতরের বরাদ্দবৃদ্ধি নিয়ে সুব্রতবাবু বলেন, “মুখ্যমন্ত্রী গ্রামের উন্নয়নের কথা বলেন৷ দুই দফতরেই বরাদ্দ বেড়েছে৷ অমিতবাবু কার্পণ্য করেননি৷ এটা সাত কোটি মানুষের জন্য সুখবর৷” অমিত মিত্রের বক্তব্য, “৩৮টি প্রকল্প কেন্দ্র বন্ধ করে দিয়েছে৷ আরও ২৮টিতে বরাদ্দ কমিয়েছে৷ কোনও অনুদান পেতে রাজ্যের রাজস্ব বাড়াতে হবে৷” কেন্দ্রের বঞ্চনা প্রসঙ্গে রাজ্যের অর্থমন্ত্রীর কটাক্ষ, “কেন্দ্র গ্রিসকে দশ বিলিয়ন ডলার ঋণ দিতে পারে, পশ্চিমবঙ্গকে দেবে না? ঋণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ, কেরল, পাঞ্জাবের মতো অন্য আরও রাজ্য অন্তর্ভুক্ত হচ্ছে৷”

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement