Advertisement
Advertisement

Breaking News

প্রশ্নপত্র ফাঁসের জের, ২৫ এপ্রিল ফের CBSE-র দ্বাদশ শ্রেণির অর্থনীতি পরীক্ষা

দশম শ্রেণির অংক পরীক্ষা নিয়ে ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।

CBSE to take 12th standard's Economic exam again on 25 April

ছবি: প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 30, 2018 7:56 pm
  • Updated:July 9, 2019 3:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  প্রশ্নপত্র ফাঁসের জের। ফের অর্থনীতির পরীক্ষা দিতে হবে সিবিএসই-র দ্বাদশ শ্রেণি পড়ুয়াদের। ২৫ মার্চ সারা দেশে পরীক্ষা নেওয়া হবে। সিবিএসই-র তরফে জানানো হয়েছে, দশম শ্রেণির অংক পরীক্ষা নিয়ে ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। সিবিএসই-র কেন্দ্রীয় সচিব জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, দিল্লি ও হরিয়ানায় দশম শ্রেণির অংক পরীক্ষা প্রশ্ন ফাঁস হয়েছে। তাই যদি ফের পরীক্ষা নেওয়া হয়, তাহলে শুধুমাত্র দিল্লি ও হরিয়ানার পরীক্ষার্থীরাই পরীক্ষা দেবে।

[CBSE-র প্রশ্নপত্র ফাঁসে উত্তাল দিল্লি, প্রকাশ জাভড়েকরের বাড়ির সামনে ১৪৪ ধারা]

Advertisement

এ রাজ্যে মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করে মধ্যশিক্ষা পর্ষদ। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তত্ত্বাবধানে। প্রথমে হয় মাধ্যমিক, তারপর শুরু হয় উচ্চমাধ্যমিক। কিন্তু, সিবিএসই-র নিয়ম আলাদা। সারা দেশে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা একসঙ্গে হয়। কিন্তু, এবার দ্বাদশ শ্রেণির অর্থনীতির প্রশ্নপত্রই শুধু নয়, ফাঁস হয়ে গিয়েছে দশম শ্রেণির অংকের প্রশ্নপত্রও। সিবিএসসির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শুক্রবার দিনভর উত্তাল ছিল রাজধানী। প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। এদিন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকরের বাড়ির সামনে বিক্ষোভ দেখান অভিভাবক ও পড়ুয়াদের একাংশ। মন্ত্রীর বাড়ির সামনে জারি করতে হয় ১৪৪ ধারা। সিবিএসসি দপ্তরের সামনেও বিক্ষোভ দেখানো হয়। প্রশ্নফাঁসের তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে কেন্দ্র। প্রায় একডজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

[স্মার্টফোন আসতে দেরি, ফ্লিপকার্টের ডেলিভারি বয়কে ২০ বার ছুরিকাঘাত ক্রেতার]

কিন্তু পরীক্ষার্থীদের ভবিষ্যৎ কী হবে?  ফের কি দশম শ্রেণির অংক ও দ্বাদশ শ্রেণির অর্থনীতির পরীক্ষা হবে?  নাকি আগের পরীক্ষাই বহাল থাকবে?  এসব নিয়ে জল্পনা চলছে। আপাতত দ্বাদশ শ্রেণির অর্থনীতি পরীক্ষা নিয়ে জল্পনার অবসান ঘটল। শুক্রবার সিবিএসই-র তরফে জানানো হয়েছে, ২৫ এপ্রিল ফের গোটা দেশে দ্বাদশ শ্রেণির অর্থনীতির পরীক্ষা হবে। অর্থাৎ আগের পরীক্ষাটি বাতিল হয়ে গেল। আর দশম শ্রেণীর অংক পরীক্ষা? ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত ঘোষণা করার আশ্বাস দিয়েছেন সিবিএসই-র কেন্দ্রীয় সচিব। তিনি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, দিল্লি ও হরিয়ানায় অংক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল। তাই যদি  ফের পরীক্ষা নেওয়া হয়ও, তাহলে শুধুমাত্র দিল্লি ও হরিয়ানা পরীক্ষার্থীদেরই পরীক্ষা নেওয়া হবে। সেক্ষেত্রে দেশের বাকি অংশে আগের পরীক্ষাটি বহাল থাকবে।

[ডেটিং অ্যাপে আলাপ, বন্ধুর হাতেই খুন দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement