রিংকি দাস ভট্টাচার্য: সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ফলাফলের নিরিখে এ রাজ্যে ছাত্রদের পিছনে ফেলে এগিয়ে গেল ছাত্রীরা৷ তিলোত্তমাকে পেছনে ফেলে মেধাতালিকায় এগিয়ে জেলার পড়ুয়ারা৷ বাংলা থেকে সম্ভাব্য প্রথম মালদহের সুমাইতা লাইসা৷ ৪৯৭ নম্বর পেয়েছে সে৷ ৪৯৬ নম্বর পেয়ে এ রাজ্যে সম্ভাব্য দ্বিতীয় হয়েছে অন্তত চারজন৷ ৪৯৫ নম্বর পেয়ে রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছে পাঁচজন৷ গোটা দেশের নিরিখে যদিও সম্ভাব্য প্রথম হয়েছে মোট ১৩ জন পড়ুয়া৷ তাদের প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৪৯৯৷
সিবিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় সম্ভাব্য অষ্টম বালুরঘাট আত্রেয়ী ডিএভি পাবলিক স্কুলের স্থিতপ্রজ্ঞ মজুমদার। বালুরঘাটের বিশ্বাস পাড়ার বাসিন্দা ওই ছাত্র মোট ৯৮.৪০ শতাংশ নম্বর পেয়েছে৷ দেশের নিরিখে মোট ১৩জন ৪৯৯ নম্বর পেয়ে প্রথম স্থানাধিকার করেছে৷
কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছিল সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল৷ তাতেও ছাত্রদের পিছনে ফেলে সেরার তকমা ছিনিয়ে নিয়েছিল ছাত্রীরা৷ দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থী ছিল দেশের বেশ কয়েকজন রাজনীতিকদের সন্তানরা৷ ছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ছেলে, ছিল স্মৃতি ইরানির ছেলে জোহর৷আর স্মৃতির মেয়ে সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা দিয়েছে৷ ৮২% শতাংশ নম্বর পেয়ে সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় পাশ করেছে স্মৃতি ইরানির মেয়ে জৈশ। নিজেই টুইট করে মেয়ের ফলাফলের কথা জানিয়েছেন স্মৃতি৷ তিনি টুইটে লিখেছেন, ‘‘মেয়ে পেয়েছে ৮২% নম্বর। মা হিসাবে আমি গর্বিত৷ এত প্রতিবন্ধকতা সত্ত্বেও ও খুব ভাল ফল করেছে। আরও এগিয়ে যাও।’’
এর আগে জোহরের সাফল্যেও গর্বিত মা হিসাবে টুইট করেছিলেন স্মৃতি ইরানি৷ সেদিন স্মৃতি টুইটে লিখেছিলেন, ‘‘ছেলে জোহরের জন্য গর্বিত৷ ওয়ার্ল্ড কেম্পো কম্পিটিশন থেকে ব্রোঞ্জ মেডেল যেমন পেয়েছে৷ তেমনই সিবিএসই দ্বাদশ শ্রেণিতে চারটি বিষয়ে ৯১ শতাংশ নম্বর পেয়েছে৷ অর্থনীতিতে পেয়েছে ৯৪ শতাংশ৷’’ পঞ্চম দফা নির্বাচনে সোমবার আমেঠিতে ইভিএম বন্দি হয়েছে স্মৃতি ইরানির ভাগ্য৷ আর এদিনই তাঁর মেয়ের জীবনের প্রথম বড় পরীক্ষার ফলপ্রকাশ৷ ভাল ফল করায় হাসি চওড়া হয়েছে স্মৃতি ও তাঁর মেয়ের৷ তবে স্মৃতি ইরানির নির্বাচনী ভাগ্যে কী আছে, সেটাই এখন দেখার৷
10 th board results out . Daughter scored 82% . Proud that inspite of challenges she has done well. Way to go Zoe.
— Chowkidar Smriti Z Irani (@smritiirani) May 6, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.