Advertisement
Advertisement
Shahjahan Sheikh

শাহজাহানের বিরুদ্ধে অস্ত্র আইন যোগের ভাবনা, আদালতে CBI

বাজেয়াপ্ত হওয়া অস্ত্রশস্ত্র নিয়ে বসিরহাট মহকুমা আদালতে সিবিআই।

CBI wants to include arms act against Shahjahan Sheikh

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:April 29, 2024 5:27 pm
  • Updated:April 29, 2024 6:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্দেশখালির ‘ত্রাস’ শেখ শাহজাহানের বিরুদ্ধে এবার অস্ত্র আইনে মামলা করার ভাবনা। বসিরহাট মহকুমা আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। দ্বিতীয় দফার ভোটের দিন শাহজাহান ‘ঘনিষ্ঠ’ তৃণমূল নেতার আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া অস্ত্র সঙ্গে নিয়ে আদালতে সিবিআই। সেই সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দেবেন তদন্তকারীরা। সিবিআই সূত্রে খবর, অস্ত্র আইনে তদন্তের স্বার্থে শাহজাহানকে হেফাজতে রাখার আবেদন জানানো হবে।

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার দ্বিতীয় দফার ভোটের দিন সন্দেশখালির আগারহাটির মল্লিকপাড়ায় হানা দেয় সিবিআই। তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। সিবিআই এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে ভেঙে ফেলা হয় মেঝে। আর সেখান থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। বিকেলের দিকে ওই এলাকায় যায় NSG। মেঠো পথ দিয়ে ভেড়ি ঘেরা রহস্যময় বাড়িতে পৌঁছয় এনএসজির রিমোটচালিত রোবট। এক ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশিতে ওই বাড়ি থেকে একটি রহস্যময় ব্যাগ বের করে আনে রোবট।

Advertisement

[আরও পড়ুন: সুপার নিউমেরারি: রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ]

সিবিআই সূত্রে খবর, তল্লাশি চালিয়ে শাহজাহান ‘ঘনিষ্ঠে’র আত্মীয়ের বাড়ি থেকে ৩টি বিদেশি বন্দুক, ১টি দেশি বন্দুক, ১টি কোল্ট অফিসিয়াল পুলিশ রিভলবার, ১টি করে দেশি ও বিদেশি পিস্তল উদ্ধার হয়েছে। বলে রাখা ভালো, কোল্ট অফিসিয়াল রিভলবার একমাত্র পুলিশই ব্যবহার করে। তা ব্যক্তিগতভাবে কীভাবে আবু তালেবের বাড়িতে এল, তা নিয়ে দানা বেঁধেছে রহস্য। এছাড়া ১২০ রাউন্ড ৯ এমএম বুলেট, পয়েন্ট ৪৫ ক্যালিবারের ৫০টি কার্তুজ, ৯ এমএম ক্যালিবারের কার্তুজ ১২০টি, পয়েন্ট ৩৮০ কার্তুজ ৫০টি এবং পয়েন্ট ৩২ কার্তুজ ৮টি বাজেয়াপ্ত করেছে সিবিআই। সুদূর জার্মানির অস্ত্রশস্ত্রও বাজেয়াপ্ত করা হয়েছে বলেই খবর।

এছাড়া শেখ শাহজাহানের বেশ কয়েকটি পরিচয়পত্রও আবু তালেব মোল্লার বাড়ি থেকে পাওয়া গিয়েছে। সে কারণে সিবিআই মনে করছে, অস্ত্র উদ্ধারের ঘটনার সঙ্গে শাহজাহানের স্পষ্ট যোগ রয়েছে। এছাড়া বলে রাখা ভালো, এদিন কলকাতা নগর দায়রা আদালতে ইডি দাবি করে জমি ও ভেড়ি দখলের বিপুল টাকা অস্ত্র কারবারে লাগানো হত। তাই শাহজাহানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর ভাবনা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

[আরও পড়ুন: SSC মামলা: আদালত অবমাননার অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে হাই কোর্টে কৌস্তভ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement