Advertisement
Advertisement

Breaking News

CBI

নজরে শাহজাহান মার্কেট, তৃণমূল নেতাকে হেফাজতে নিয়েই সন্দেশখালিতে CBI

বুধবার থেকে শাহজাহান শেখকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। আর তার পরেরদিনই সন্দেশখালিতে তাঁর বাড়ি ও আশেপাশের এলাকায় গেলেন কেন্দ্রীয় তদন্তকারীরা।

CBI visits Sandeshkhali's Shahjahan market after takinh Shahjahan Sheikh into custody
Published by: Sucheta Sengupta
  • Posted:March 7, 2024 6:23 pm
  • Updated:March 7, 2024 6:51 pm  

অর্ণব আইচ: সন্দেশখালির দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল (TMC) নেতা শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছিল ইডিকে। তার দুমাসের মধ্যেই রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন শাহজাহান (Shahjahan Sheikh)। বুধবার থেকে তিনি সিবিআই হেফাজতে। আর বৃহস্পতিবার শাহজাহানের এলাকায় গেলেন সিবিআই (CBI) আধিকারিকরা। ইডি গিয়ে এলাকায় শাহজাহানকে না পেয়ে যে বাড়ি সিল করে নোটিস দিয়ে এসেছিল, সেই বাড়িতেই এদিন পৌঁছে যায় সিবিআই। নিরাপত্তার স্বার্থে সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। সিবিআই আধিকারিকরা বাড়ির চারপাশে ঘুরে ছবি তোলেন, পরিদর্শন করেন। তার পর তাঁরা যান শাহজাহানের নামে তৈরি মাছ বাজার শাহজাহান মার্কেটে। তবে বেশিক্ষণ সেখানে তাঁরা ছিলেন না বলেই খবর। সন্ধে নাগাদ গাড়ি নিয়ে ফিরে আসেন কলকাতায়।

রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় গত ৫ জানুয়ারি, সন্দেশখালিতে শাহজাহানের খোঁজে গিয়ে আক্রান্ত হন ইডি (ED) আধিকারিকরা। শাহজাহান অনুগামীদের তাড়া খেয়ে কোনওক্রমে এলাকা ছেড়ে বেরিয়ে আসতে হয় তাঁদের। এক আধিকারিকের মাথা ফেটে গিয়েছিল। এখন শাহজাহানের গ্রেপ্তারির পর সেই মামলা আরেক কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের অধীনে। বুধবারই তৃণমূল নেতাকে নেওয়া হয়েছে সিবিআই হেফাজতে। আর বৃহস্পতিবার এনিয়ে সিবিআইয়ের সঙ্গে কথা বলতে গেলেন ইডির উচ্চপদস্থ আধিকারিকরা। জানা গিয়েছে, আক্রান্ত ইডি অফিসারকে নিয়ে এদিন নিজাম প্যালেসে পৌঁছন ডেপুটি ডিরেক্টর গৌরব ভারিল। ইডির উপর হামলার ঘটনায় তিনিই মূল অভিযোগটি করেছিলেন।

Advertisement

[আরও পড়ুন: ব্রেকফাস্টে ভাত চেয়ে কী পেলেন শাহজাহান? সিবিআইয়ের খাঁচায় কেমন আছেন সন্দেশখালির ‘বাঘ’?]

বিকেলের দিকে নিজাম প্যালেস থেকে সিবিআই তদন্তকারীদের একটি দল, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে সন্দেশখালির উদ্দেশে রওনা দেয়। সেখানে পৌঁছে প্রথমে শাহজাহানের বাড়ি যান তাঁরা। বার দুয়েক সন্দেশখালি গিয়ে শাহজাহানকে না পেয়ে এই বাড়ি সিল করে দিয়ে এসেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টেরেটের আধিকারিকরা। বৃহস্পতিবার সেই বাড়িতেই গেলেন সিবিআই আধিকারিকরা। সেখানে কিছুক্ষণ থেকে তাঁরা চলে যান শাহজাহান মার্কেটে। 

[আরও পড়ুন: বাড়ল অঙ্গনওয়াড়ি-আশা কর্মীদের বেতন, ফেসবুকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement