Advertisement
Advertisement

Breaking News

রোজভ্যালি কাণ্ডে আজ আদালতে সুদীপ, বিক্ষোভের আঁচ গোটা রাজ্যে

বুধবার দুপুর একটার সময় রাজ্যপালের কাছে যাবে বিজেপির একটি দল৷

CBI to produce TMC MP Sudip Bandyopadhyay in Bhubaneshwar Court
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 4, 2017 9:08 am
  • Updated:June 23, 2022 6:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজভ্যালি কাণ্ডে বুধবার ভুবনেশ্বর আদালতে পেশ করা হবে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে৷ তদন্তের স্বার্থে সাংসদকে নিজেদের হেফাজতে চাইবে সিবিআই, এমনটাই মনে করছে বিশেষজ্ঞমহল৷ গতকাল অপর সাংসদ তাপস পালকে ভুবনেশ্বর আদালতে পেশ করা হলে তাঁকেও তিনদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত৷

রোজভ্যালি কাণ্ডে একের পর এক তৃণমূল নেতাকে তলব এবং দুই সাংসদের গ্রেপ্তারিকে কেন্দ্র করে স্বভাবতই উত্তাল রাজ্য রাজনীতি৷ মঙ্গলবার সকালে সুদীপ বন্দ্যোপাধ্যায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে যান৷ আর তারপর থেকেই ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷ এদিন বিকেল নাগাদ সাংসদকে গ্রেপ্তার করা হলে, তৃণমূল কর্মীরা মধ্য কলকাতায় বিজেপি পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখান৷ বিজেপি নেতার গাড়ি ভাঙচুর করেন৷ এদিন রাতে বিজেপি নেতার বাড়িতে হামলা চালানো হয় বলেও অভিযোগ রয়েছে৷ কলকাতার পাশাপাশি মেদিনীপুরেও সাংসদের গ্রেপ্তারির বিরোধিতা করে চলে বিক্ষোভ৷

Advertisement

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নোট বাতিলের বিরোধিতা করায় প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি৷ রোজভ্যালি কাণ্ডে একাধিক সাংসদের গ্রেপ্তার হওয়ার প্রতিবাদে এবং বিজেপির এই হিংসার রাজনীতির বিরোধিতায় তাঁর দল পথে নেমে আন্দোলন করবে বলেও জানান তিনি৷ বুধবার দেশের ১০ রাজ্যে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে৷ রোজভ্যালি কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, সংসদে ভাল কাজ করার জন্যই তিনি এই ফল পেলেন৷

অন্যদিকে পার্টি অফিসের ভাঙচুরের প্রতিবাদে জেলায় ব্লকে ব্লকে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি৷ বুধবার দুপুর একটার সময় রাজ্যপালের কাছে যাবে বিজেপির একটি দল৷ পার্টি অফিসে বিক্ষোভ এবং বিজেপি নেতা ও কর্মীদের বিরুদ্ধে যে ধরনের আঘাত নেমে আসছে তার প্রতিকার চাইতেই রাজ্যপালের দ্বারস্থ হবে বিজেপি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement