Advertisement
Advertisement

Breaking News

CBI summoned 18 officers of Kamarhati Municipality

টাকার বিনিময়ে কামারহাটি পুরসভায় চাকরি? তথ্যের খোঁজে পুরকর্মীদের CBI তলব

তদন্তে সিবিআইকে সবরকমভাবে সাহায্যের আশ্বাস পুরপ্রধান গোপাল সাহার।

CBI summoned 18 officers of Kamarhati Municipality । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 28, 2023 6:30 pm
  • Updated:July 28, 2023 7:27 pm  

অর্ণব দাস, বারাকপুর: পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই স্ক্যানারে চাকরিরতরা। কামারহাটি পুরসভার ১৮ জন কর্মীকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তবে কবে তাঁদের হাজিরা দিতে হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি বলেই দাবি পুরপ্রধান গোপাল সাহার। তিনি বলেন, “তদন্ত প্রক্রিয়ায় সিবিআইকে সম্পূর্ণ সহযোগিতা করা হচ্ছে। ১৮ জন পুরকর্মীকে ডেকে পাঠিয়েছে। কবে যেতে হবে সেটা প্রথমে জানালেও পরবর্তীতে সেই তারিখ স্থগিত করা হয়েছে। পুরকর্মীদের তা জানিয়ে দেওয়া হয়েছে।”

২০১৪ সালের পর থেকে কামারহাটি পুরসভায় যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের মধ্যে থেকেই ১৮ জনকে ডেকে পাঠানো হয়েছে। তাঁদের বয়ান রেকর্ড করা হবে। তাঁরা টাকার বিনিময় পুরসভায় চাকরি পেয়েছেন কিনা, টাকা দিয়ে থাকলে সেই টাকার পরিমাণই বা কত, কাকে টাকা দিয়েছেন এই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁদেরকে ডাকা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।

Advertisement

[আরও পড়ুন: দিল্লি থেকে ভাড়াটে খুনি এনে মামাকে কুপিয়ে খুন! নেপথ্যে জমিবিবাদ?]

২০১৪ সাল থেকেই নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের সংস্থার মাধ্যমে বিভিন্ন পুরসভায় চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হয়েছে বলেই অভিযোগ। এবং মনে করা হচ্ছে, সে কারণেই ২০১৪ সাল থেকে নিয়োগ হওয়া চাকরিপ্রার্থীদেরকে ডাকা হয়েছে। এই বিষয় কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহা বলেন, “তদন্ত প্রক্রিয়া চললে এরকম সমস্ত পুরসভার কর্মীদেরই ডেকে পাঠানো হবে।” তদন্তকারী সিবিআই আধিকারিকদের সবরকমভাবে সাহায্যের আশ্বাস পুরপ্রধানের।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ‘মেয়াদ উত্তীর্ণ ওষুধকে ফের বিক্রির অসাধু চক্র চলছে’, রাজ্যপালের দাবি ঘিরে জোর বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement