চন্দ্রজিৎ মজুমদার, কান্দি: ২৮ ঘণ্টা পার। এখনও মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে জারি জোর তল্লাশি। মোবাইলের খোঁজে পুকুরে তল্লাশি চালিয়ে উদ্ধার ছ’টি ব্যাগ। খোঁজ মেলেনি মোবাইলের। তবে কি পুকুরেই লুকিয়ে যাবতীয় রহস্য? ক্রমশ জোরাল হচ্ছে সেই জল্পনা। আরও তথ্যের খোঁজে চলছে পুকুর ছেঁচে জল সরানোর কাজ। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিধায়ককে।
তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালিয়ে পানাপুকুর থেকে ৬টি ব্যাগ উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, ওই ব্যাগে রয়েছে নিয়োগ এবং জমিজমা সংক্রান্ত একাধিক নথিপত্র। ব্যাগগুলি খুব বেশি পুরনো নয় বলেই মনে করছেন তদন্তকারীরা। কী কারণে নথিপত্র ভরা ব্যাগ পানাপুকুরে ফেলে রেখেছিলেন বিধায়ক, তা ভাবাচ্ছে সিবিআইকে।
শুক্রবার সন্ধেয় সিবিআই তল্লাশি চলাকালীন পানাপুকুরে নিজের মোবাইল ছুঁড়ে ফেলে দেন বিধায়ক। তারপরই বাড়ির পিছনে থাকা পুকুরটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের নজরে পড়ে। এবং পুকুরের সমস্ত জল ছেঁচে সরিয়ে ফেলার প্রক্রিয়া শুরু করা হয়। ইতিমধ্যেই পুকুরের প্রায় ৭০ শতাংশ জল অন্যত্র সরানো হয়েছে। পুকুরে তল্লাশি চালিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৬টি ব্যাগ পান।
এখনও ওই পুকুরে চলছে জোর তল্লাশি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.