Advertisement
Advertisement
Mahua Moitra

কলকাতা, কৃষ্ণনগরের পর করিমপুর, তালা ভেঙে মহুয়ার আস্তানায় ঢুকল সিবিআই

সকাল থেকে রাত পর্যন্ত মহুয়ার একাধিক আস্তানায় দফায় দফায় সিবিআই অভিযান।

CBI raids in TMC leader Mahua Moitra Karimpur house

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:March 23, 2024 10:20 pm
  • Updated:March 23, 2024 10:32 pm  

রমণী বিশ্বাস, তেহট্ট: শুরুটা হয়েছিল কলকাতা থেকে এরপর দুপুরে কৃষ্ণনগরে সাংসদ কার্যালয় হয়ে সন্ধ্যায় মহুয়া মৈত্রর (Mahua Moitra) করিমপুরের বাড়িতে হানা দিল সিবিআই (CBI)। তালা ভেঙে বাড়ি ঢুকে শুরু হল তল্লাশি অভিযান। টাকার বিনিময়ে প্রশ্ন মামলায় সম্প্রতি মহুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল সিবিআই। অনুমান করা হচ্ছিল এবার প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেইমতো শনিবার সকাল থেকে মহুয়ার কলকাতার বাড়ি-সহ দলীয় দপ্তরে চলল অভিযান।

শনিবার সকালে আলিপুরে (Alipur) মহুয়া মৈত্রর এক আবাসনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে হাজির হয় সিবিআই-এর একটি দল। এই আবাসনের ৯ তলার ফ্ল্যাটে থাকেন মহুয়ার বাবা দীপেন্দ্রলাল মৈত্র। সেখানে তল্লাশি চালানোর পর সিবিআইয়ের ৫ সদস্যের টিম পৌঁছে যায় কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরীতলায় মহুয়ার সাংসদ কার্যালয়ে। সেখানে দীর্ঘ তল্লাশির পর শোনা যাচ্ছিল, এবার মহুয়ার করিমপুরের (Karimpur) বাড়িতেও যাবেন সিবিআই আধিকারিকরা। সেই মতো এদিন সন্ধ্যায় করিমপুরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে উপস্থিত হয় সিবিআই। শেষ পাওয়া খবরে, করিমপুরে মহুয়ার বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় এজেন্সি।

Advertisement

[আরও পড়ুন: ভোটের বাজারেই আয়ের সংস্থান, প্রচারে নামলেন কুশমন্ডির মুখা শিল্পীরা]

ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় গত বছর সাংসদ পদ খারিজ হয়েছিল মহুয়া মৈত্রর। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগের ভিত্তিতে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তাঁর সাংসদ পদ খারিজ করে এথিক্স কমিটি। যদিও এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। মহুয়া নিজেও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়ে অভিযোগ করেন, তাঁর বক্তব্য না শুনেই লোকসভার এথিক্স কমিটি তাঁকে একতরফা ভাবে বহিষ্কারের সুপারিশ করেছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মহুয়া সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও এই মামলায় শীর্ষ আদালতে এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলে লোকসভার সচিবালয়।

[আরও পড়ুন: এবারও উত্তরে রাজবংশী ভোট বিভাজন! সম্মুখ সমরে কেপিপি-গ্রেটার কোচবিহার]

সেই ঘটনার পর ‘টাকার বিনিময়ে প্রশ্ন’ কাণ্ডে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ নিয়ে গত ১৯ মার্চ সিবিআই তদন্তের নির্দেশ দেয় লোকপাল। বরখাস্ত হওয়া তৃণমূল সাংসদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘গুরুতর’ বলে বর্ণনা করা হয় লোকপালের নির্দেশিকায়। সিবিআইয়ের তরফে এফআইআর দায়ের হয় মহুয়ার বিরুদ্ধে। তার ভিত্তিতেই শনিবার সকাল থেকে মহুয়ার একাধিক ঠিকানায় শুরু হয়েছে তল্লাশি অভিযান।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement