Advertisement
Advertisement

Breaking News

CBI

তদন্তের স্বার্থে বড় পদক্ষেপ, শাহজাহানের গড় সন্দেশখালিতেই অস্থায়ী ক্যাম্প সিবিআইয়ের

এবার সন্দেশখালিতে থেকেই তদন্ত চালাবেন আধিকারিকরা।

CBI makes camp in Sandeshkhali to continue probe
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 17, 2024 11:51 am
  • Updated:May 17, 2024 3:14 pm  

গোবিন্দ রায়, বসিরহাট: সন্দেশখালি (Sandeshkhali) মামলার তদন্তের স্বার্থে বড়সড় পদক্ষেপ। এবার শেখ শাহজাহানের গড় সন্দেশখালিতে অস্থায়ী ক্যাম্প খুলল সিবিআই। এবার সন্দেশখালিতে থেকেই তদন্ত চালাবেন আধিকারিকরা।

দীর্ঘদিন ধরেই শিরোনামে উত্তর ২৪ পরগনার দ্বীপ অঞ্চল সন্দেশখালি। শেখ শাহাজাহানের বিরুদ্ধে ওঠা অভিযোগ থেকে শুরু করে প্রকাশ্যে আসা একাধিক ভিডিও, সমস্ত কিছুকে নিয়েই চলছে চর্চা। ইতিমধ্যেই সন্দেশখালি কাণ্ডের তদন্তভার পেয়েছে সিবিআই। দ্রুতই তদন্ত শেষের নির্দেশ দিচ্ছে আদালত। যার ফলে প্রায় নিয়মিতই কলকাতা থেকে সন্দেশখালি ছুটতে হচ্ছে সিবিআই আধিকারিকদের। সবদিক বিবেচনা করে তদন্তের স্বার্থে এবার সন্দেশখালিতেই অস্থায়ী ক্যাম্প করল সিবিআই। নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। 

Advertisement

[আরও পড়ুন: তদন্তের স্বার্থে বড় পদক্ষেপ, শাহজাহানের গড় সন্দেশখালিতেই অস্থায়ী ক্যাম্প সিবিআইয়ের]

সন্দেশখালির ধামাখালির একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকে ক্যাম্প অফিস খুললেন সিবিআই আধিকারিকরা। জানা গিয়েছে, তদন্তের স্বার্থে আপাতত ওখানেই থাকবেন আধিকারিকরা। এতে তদন্তের সুবিধা হবে বলেই মনে করছেন সিবিআই আধিকারিকরা। প্রসঙ্গত, জানুয়ারির ৫ তারিখ ইডির অভিযানকে কেন্দ্র করে শিরোনামে এসেছিল সন্দেশখালি। সেই ঘটনার জল গড়িয়েছে অনেক দূর। ঘটনার তদন্তভার পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রহস্যভেদের চেষ্টায় জোরকদমে চলছে তদন্ত। শেখ শাহজাহানের  দুর্নীতির জাল কতদূর ছড়িয়ে ছিল, সেটাই এখন জানার চেষ্টায় তদন্তকারীরা। 

[আরও পড়ুন: ফের তাপপ্রবাহের সতর্কবার্তা বঙ্গে, পুড়বে কোন কোন জেলা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement