সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: রাতদুপুরে ব্যবসার কাজ সেরে ফেরার পথে গুলিবিদ্ধ গরু ব্যবসায়ী ও তাঁর আত্মীয়৷ ঘটনা দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগর থানা এলাকার৷ সোমবার গভীর রাতের ঘটনায় বিদ্যাসাগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয়৷ তবে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে রেফার করেন সেখানকার চিকিৎসকরা৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত দেড়টা নাগাদ সন্তোষপুর আইনল পাড়ার বাসিন্দা বছর পঞ্চাশের বাদশা মোল্লা বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন৷ সঙ্গে ছিলেন তাঁর কাকা৷ একটি বিশেষ অনুষ্ঠানের জন্য গরু বিক্রি করে বাড়ি ফিরতে ফিরতে তাঁর রাতই হচ্ছিল বেশ কয়েকদিন ধরে৷ সোমবারই রাতেই তিনি ফিরছিলেন৷ মাঝপথে একটি চায়ের দোকানে তাঁরা চা খেতে নামলে, সেসময় একটি বাইকে তাঁর পিছু নেয় ৩ দুষ্কৃতী৷
সন্তোষপুর বাজার মোড় কাছে আচমকাই বাইকটি খুব কাছে এসে বাদশাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে৷ প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায়, বাদশা এবং তাঁর কাকা বুঝতেই পারেননি যে গুলি চলেছে৷ তাঁরা ভেবেছিলেন, গাড়ির চাকা ফেটে গিয়েছে৷ কাকাকে তিনি গাড়ি থেকে নেমে যেতে বলেন৷ ঠিক সেইসময়ে আরেকটি গুলি চলে এবং বাদশার পিঠে লাগে৷ তখনই তাঁরা বুঝতে পারেন, দুষ্কৃতী হামলা হয়েছে৷ দুজনেই ঘটনাস্থল থেকে পালিয়ে কোনওক্রমে বাড়ি পৌঁছন৷ বাদশা তখন রক্তাক্ত অবস্থায় কাহিল৷ তাঁকে পরিবারের সদস্যরা মিলে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান৷ তিনি বিদ্যাসাগর হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন৷ সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রাথমিকভাবে তাঁর শুশ্রূষা করেন৷ তবে শারীরিক অবস্থার অবনতি হলে বাদশাকে এসএসকেএমে স্থানান্তরিত করার পরামর্শ দেন৷ তবে অত রাতে তাঁকে ওখানে নিয়ে যাওয়া হয়নি৷
চিকিৎসকদের অনুমান, বাদশার পিঠে গুলির কোনও অংশ আটকে রয়েছে৷
মঙ্গলবার সকালে মহেশতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ রাস্তায় সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের তল্লাশি করছে পুলিশ৷ এই ঘটনায় এলাকাবাসী রীতিমতো আতঙ্কিত৷ এলাকার নিরাপত্তা বৃদ্ধির দাবি তুলেছেন তাঁরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.