Advertisement
Advertisement
CBI

গরু পাচার কাণ্ডে চার্জশিট পেশ সিবিআইয়ের, নাম রয়েছে এনামুল-সহ ৭ অভিযুক্তর

বিচারক জয়শ্রী বন্দ্যোপাধায়ের এজলাসে অভিযোগপত্র পেশ করেন সিবিআইয়ের আইনজীবী।

Cattle smuggling: CBI submits chargesheet accusing 7 including Enamul | Sangbad Pratidin

File photo

Published by: Monishankar Choudhury
  • Posted:February 8, 2021 2:52 pm
  • Updated:February 8, 2021 2:52 pm  

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়: দীর্ঘ তদন্তের পর গরু পাচার কাণ্ডে চার্জশিট পেশ করল সিবিআই। অভিযোগপত্রে চক্রের মূল পাণ্ডা এনামুল হক, বিএসএফ আধিকারিক সতীশ কুমার, গুলাম মুস্তফা ও আনারুল শেখ-সহ সাতজনের নাম রয়েছে।

[আরও পড়ুন: পরিবর্তন রথযাত্রায় বাধা দেওয়ার অভিযোগ, পুলিশ-বিজেপি কর্মী হাতাহাতিতে রণক্ষেত্র বেলডাঙা]

সূত্রের খবর, এদিন আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি (CBI)। একটি বন্ধ খামে বিচারক জয়শ্রী বন্দ্যোপাধায়ের এজলাসে অভিযোগপত্র পেশ করেন সিবিআইয়ের আইনজীবী। তা গ্রহণ করেছেন বিচারক। এদিন তদন্তকারী সংস্থাটির আইনজীবী আদালতে আবেদন জানান যে, শুনানির দিন সকল অভিযুক্তকে আদালতে থাকার জন্য যেন নির্দেশ দেন বিচারক। বলে রাখা ভাল, গত ১১ ডিসেম্বর আসানসোলের সিবিআই আদালতে আত্মসমর্পণ করে এনামুল। তারপর থেকেই সে জেল হেপাজতে রয়েছে। নিয়ম মেনে আজ ৬০দিনের মাথায় চার্জশিট জমা দেয় সিবিআই। সূত্রের খবর, অভিযোগপত্রে এনামুলের পরিবারের সসদ্যদের নাম থাকতে পারে। 

Advertisement

উল্লেখ্য, এর আগে ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ এনমুলকে আদালতে পেশ করা হয়েছিল। সেখানে সে দাবি করে, টিভি চ্যানেলে বসতে দিলে অনেক কিছুই ফাঁস করবে সে। গরুপাচার (Cattle smuggling) কাণ্ডের জট খুলতে সক্রিয়তা ক্রমশই বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। এবার এই কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত এনামুল হকের ভাইদেরও তলব করা হয়েছে বলে সূত্রের খবর। রাজ্যে বিধানসভা ভোটের আগের গরু ও কয়লা পাচার কাণ্ডে জড়িত রাঘব বোয়ালদের জালে আনতে তৎপর সিবিআই। দুই পাচারের অন্যতম মূল অভিযুক্তকে গ্রেপ্তারির পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় লাগাতার তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। পাশাপাশি, ধৃতদের টানা জেরা করেও জট খোলার চেষ্টায় মরিয়া তাঁরা। সিবিআই সূত্রে খবর, জেরায় নানা তথ্য উঠে আসছে, যার ভিত্তিতে তাঁরা তদন্তের পরবর্তী ধাপে পৌঁছনোর জন্য কাজ করছেন।

[আরও পড়ুন: টার্গেট ভোট! দ্রুত রাজ্যের রেলের অনুমোদিত প্রকল্পগুলির কাজ শেষের নির্দেশ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement