Advertisement
Advertisement
Cattle smuggler

দিল্লিতে মামলা সরতেই সক্রিয় পাচারচক্র, আসানসোলে পাকড়াও গরুবোঝাই লরি

জামুরিয়ার স্থানীয় বাসিন্দারা লরিটিকে আটক করে।

Cattle smuggler held in Asansol । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:September 28, 2023 9:23 am
  • Updated:September 28, 2023 10:36 am

শেখর চন্দ্র, আসানসোল: গরু পাচার মামলা দিল্লিতে স্থানান্তর হতেই ফের সক্রিয় পাচারচক্র। বাজেয়াপ্ত ৩৮টি গরুবোঝাই একটি লরি। তার মধ্যে একটি গরুর মৃত্যু হয়েছে। জামুরিয়ার স্থানীয় বাসিন্দারা লরিটিকে আটক করে। পলাতক লরিচালক এবং খালাসি।

বুধবার গভীর রাতে আসানসোলের নিঘার ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে একটি গরুবোঝাই লরি যাচ্ছিল। লরিতে ১৮টি গরু এবং ১৩টি বাছুর ছিল। স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে লরি করে গরুপাচার হচ্ছিল। গরুবোঝাই লরি আটক করে জামুরিয়া থানার পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। লরিটির নম্বর বাংলার।

Advertisement

[আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়ের উপর অসন্তুষ্ট আদালত, জরিমানা হাজার টাকা]

রাতেই জামুরিয়া থানার শ্রীপুর এলাকা থেকে রানিগঞ্জের পাঞ্জাবি মোড় ফাঁড়ি এলাকায় গরুবোঝাই ওই লরিটি নিয়ে যাওয়া হয়। ওই লরিতে গাদাগাদি করে নিয়ে আসার ফলে একটি বাছুরের প্রাণ গিয়েছে। বেশ কয়েকটি অসুস্থ। বাকি গরুগুলিকে স্থানীয় একটি গোশালায় রাখা হয়েছে।

ওই লরির চালক এবং খালাসি পলাতক। তাদের কাছে বৈধ নথিপত্র ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঝাড়খণ্ড থেকে আসা লরিটি কোথায় যাচ্ছিল, তা নিয়ে ধন্দে তদন্তকারীরা।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: সাতসকালে রাস্তায় ঘুরছে ১২ ফুটের কুমির! চাঞ্চল্য কাটোয়ায়]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement