Advertisement
Advertisement

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট থেকে উধাও টাকা! ধুন্ধুমার উলুবেড়িয়ায়

সদুত্তর দিতে পারেনি রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্তৃপক্ষ।  

Cash withdraw from Bank
Published by: Tanumoy Ghosal
  • Posted:November 21, 2018 9:45 pm
  • Updated:November 21, 2018 9:50 pm  

সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া:  গ্রাহকের অজান্তে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট থেকে উধাও ২৩ হাজার টাকা৷ ধুন্ধুমার কাণ্ড হাওড়ার উলুবেড়িয়ায়। দীর্ঘক্ষণ উলুবেড়িয়া-শ্যামপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন ব্যাংকের গ্রাহক ও স্থানীয় বাসিন্দারা। শেষ পর্যন্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে অবরোধ ওঠার কিছুর পর আবার ওই গ্রাহকের অ্যাকাউন্টে টাকা চলে আসে বলে জানা গিয়েছে।

[ নিউটাউনে চলন্ত অটোয় তরুণীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার চালক]

Advertisement

কলকাতার মতো বড় শহরগুলিতে বেসরকারি ব্যাংকের অভাব নেই। সত্যি কথা বলতে, বেসরকারি ব্যাংকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে নিয়মের এত কড়াকড়িও নেই। ঋণও পাওয়া যায় সহজেই। কিন্তু গ্রাম কিংবা মফঃস্বলের মানুষের ভরসা রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকই। উলুবেড়িয়ার ধূলাসিমলায় ব্যাংক অফ ইন্ডিয়ার শাখায় অ্যাকাউন্ট খুলেছেন মঞ্জুরা বেগম শেখ নামে এক মহিলা। তাঁর দাবি, বুধবার সকালে মোবাইলে মেসেজ আসে যে, তাঁর অ্যাকাউন্ট থেকে দু’দফায় ২৩ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। মেসেজ পেয়ে কার্যত মাথায় আকাশ ভেঙে মঞ্জুরার। কারণ গত কয়েকদিনে ব্যাংক থেকে তিনি টাকা তোলেননি। অন্তত তেমনই দাবি ওই গ্রাহকের। মেসেজ পাওয়ার পর আর দেরি করেননি। ব্যাংকে গিয়ে গোটা ঘটনাটি জানান মঞ্জুরা। কিন্তু, টাকা ফেরত তো দূর, উলটে ব্যাংকের আধিকারিকরা তাঁর সঙ্গে রীতিমতো দুর্ব্যবহার করেন বলে অভিযোগ।

স্থানীয় বাসিন্দাদের টাকা উধাও হয়ে যাওয়ার কথা জানান মঞ্জুরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মঞ্জুরাকে সঙ্গে নিয়ে উলুবেড়িয়ার ধূলাসিমলায় ওই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের সামনে বিক্ষোভে দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধ শুরু হয় উলুবেড়িয়া-শ্যামপুর রোডেও। পরিস্থিতি বেগতিক বুঝে পুলিশে খবর দেয় ব্যাংক কর্তৃপক্ষ। মঞ্জুরা বেগম শেখের দাবি, পুলিশ গিয়ে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে তাঁর অ্যাকাউন্টে ফের ২৩ হাজার টাকা জমা পড়ে গিয়েছে! কিন্তু, কেন এমনটা হল? সদুত্তর দিতে পারেনি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক কর্তৃপক্ষ।  

[ চরিত্র বদলে আরও বিপজ্জনক ডেঙ্গু, মৃতের রক্তে মিলল স্টেজ ২ ভাইরাস]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement