Advertisement
Advertisement

Breaking News

Kalyani

রানাঘাটের পর কল্যাণী, নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে গয়নার দোকানে লুটপাট

নগদ সাড়ে তিন লক্ষ টাকা-সহ সোনা ও রুপোর গয়না লুটপাট করে দুষ্কৃতীরা।

Cash and jewellery looted from shop in Kalyani । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 21, 2023 4:35 pm
  • Updated:October 21, 2023 4:35 pm  

সুবীর দাস, কল্যাণী: রানাঘাটের পর কল্যাণী। ফের গয়নার দোকানে ডাকাতি। দুই নিরাপত্তারক্ষীর মাথায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে, দড়ি দিয়ে বেঁধে ডাকাতি। নগদ সাড়ে তিন লক্ষ টাকা-সহ সোনা ও রুপোর গয়না লুট। কল্যাণী পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাঁঠালতলা বাজারে চাঞ্চল্য। উৎসবের মরশুমে নিরাপত্তাহীনতায় ভুগছেন দুষ্কৃতীরা।

শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ বেশ কয়েকজন প্রবীণ ব্যক্তি হাঁটতে বেরন। তাঁরা শুনতে পান নিরাপত্তারক্ষীরা চিৎকার করছেন। চিৎকার শুনে এগিয়ে যান। তাঁদের বাঁধনমুক্ত করা হয়। তাঁরাই জানান, আনুমানিক ভোর রাত তিনটে নাগাদ আটজন দুষ্কৃতী ওই গয়নার দোকানে আসে। তাঁদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়। তারপর চলে দেদার লুটপাট। নগদ সাড়ে তিন লক্ষ টাকা এবং সোনা ও রুপোর গয়না লুটপাট করে দুষ্কৃতীরা। তারপর চলে যায় তারা। নিরাপত্তারক্ষীদের দাবি, দুষ্কৃতীদের মুখ মুখোশে ঢাকা ছিল। তারা সকলেই হিন্দিভাষী।

Advertisement

[আরও পড়ুন: পুজোর সময়ই হারিয়েছিলেন বাবাকে, শোক ভুলে আজও নাটুয়া নাচে মাতেন পুরুলিয়ার শিল্পী]

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দোকানের মালিক-সহ বাজারের অন্যান্য ব্যবসায়ী এবং স্থানীয়রা। কান্নায় ভেঙে পড়েন দোকান মালিক দীনবন্ধু দেবনাথ। খবর দেওয়া হয় কল্যাণী থানায়। শুরু হয় তদন্ত। দীনবন্ধু দেবনাথ জানান, তাঁর দোকানের লকারে রাখা ছিল নগদ সাড়ে তিন লক্ষ টাকা। এবং লক্ষাধিক টাকার রুপো ও সোনার গয়নাও ছিল। ওই ডাকাতদল শাটার, লকার এবং শোকেস ভেঙে সব লুট করেছে। লণ্ডভণ্ড গোটা দোকান। এই ঘটনায় আতঙ্কিত ওই বাজারের অন্যান্য ব্যবসায়ীরা। নিরাপত্তা নিয়ে ফের উঠছে প্রশ্ন।

[আরও পড়ুুন: নীল-সাদা বাসেই বনেদি বাড়ির ঠাকুর দেখাচ্ছে রাজ্য, চমক নবান্নের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement