Advertisement
Advertisement

কারশেডে এখনও জল, হাওড়া ডিভিশনে ট্রেন চলাচলে বিঘ্ন

দূরপাল্লার অধিকাংশ ট্রেন সাঁতরাগাছি থেকে ছাড়া হচ্ছে৷

Carshed remains water logged in howrah
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 8, 2016 6:06 pm
  • Updated:September 8, 2016 6:06 pm  

 

স্টাফ রিপোর্টার: পূর্ব শাখার রেল চলাচল স্বাভাবিক হলেও দক্ষিণ-পূর্ব শাখার পরিস্থিতি বদলায়নি এদিনও৷ রেললাইনে জল জমে থাকায় বাতিল করা হয়েছে মোট ৩০টি লোকাল ট্রেন৷ তাই এদিন সকালেও দুর্ভোগের মধ্যে দিয়েই দিন শুরু হল দক্ষিণ-পূর্ব শাখার নিত্যযাত্রীদের৷ যদিও রেল কর্তৃপক্ষ জানিয়েছে, হাওড়া-দিঘাগামী কান্ডারী এক্সপ্রেস ছাড়া অন্য কোনও ট্রেন বাতিল করা হয়নি৷ হাওড়ার বদলে ট্রেনগুলি ছাড়া হচ্ছে সাঁতরাগাছি স্টেশন থেকে৷

Advertisement

শুধু হাওড়া স্টেশন চত্বর নয়, এদিনও জলমগ্ন ছিল টিকিয়াপাড়া কারশেড৷ ভোরের দিকে পরিস্থিতি প্রতিকূল থাকলেও বেলা বাড়ার সঙ্গে ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে পরিস্থিতি৷ দূরপাল্লার অধিকাংশ ট্রেন সাঁতরাগাছি থেকে ছাড়া হচ্ছে, ফলে এদিন সকাল থেকে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয় হাওড়া ও সাঁতরাগাছি স্টেশনে৷ হাওড়া থেকে সরাসরি সাঁতরাগাছি যাওয়ার সুবিধা না থাকার কারণে হয়রানির শিকার হতে হয় যাত্রীদের৷ সুযোগ হাতছাড়া করেনি ট্যাক্সি ও ওলা-উবেরের মতো ক্যাব পরিষেবাও৷ এদিন সকাল থেকেই চড়া ভাড়া হাঁকতে থাকেন তাঁরা৷ হলুদ ট্যাক্সি তো বটেই, দর বাড়িয়ে রাখে অনলাইন ক্যাব পরিষেবাগুলিও৷ স্বাভাবিক ভাড়ার তুলনায় এদিন প্রায় দুই থেকে তিনগুণ বেশি ভাড়া চাওয়া হয় যাত্রীদের থেকে৷ স্টেশন বদল করা হলেও পণ্যগুলি হাওড়া থেকে সাঁতরাগাছি আনা সম্ভব হয়নি৷ যার ফলে হাওড়া স্টেশনের সমস্ত প্ল্যাটফর্মজুড়ে পড়ে থাকে সেগুলি৷ তবে আর বৃষ্টি না হলে খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা রেল কর্তৃপক্ষের৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement